শুক্রবার, ২ জুলাই, ২০২১ ০০:০০ টা

মোবাইলকে কেন্দ্র করে পরিবহন শ্রমিককে পিটিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর বাড্ডায় একটি মোবাইল ফোনকে কেন্দ্র করে পিটিয়ে মো. স্বপন (৪৮) নামে এক পরিবহন শ্রমিককে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আনোয়ার হোসেন আনু ও হাসান নামে দুজনকে আটক করেছে পুলিশ। গতকাল বাড্ডার ইউলুপ ব্রিজের নিচে পরিত্যক্ত কনটেইনারের ভিতর থেকে মাথায় আঘাতপ্রাপ্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। পরে লাশের ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়। নিহতের ভাগ্নে পারভেজ জানিয়েছেন, নিহত স্বপনের গ্রামের বাড়ি কুমিল্লার মেঘনা উপজেলার হরিপুরে। বর্তমানে মধ্যবাড্ডা বেপারী গলিতে থাকতেন। তার স্ত্রী-সন্তান গ্রামের বাড়িতে থাকেন। চার ভাই ও দুই বোনের মধ্যে তিনি বড়। পারভেজ অভিযোগ করে বলেন, ওই কন্টিনারের পাশে কয়েকজনের সঙ্গে মোবাইল ফোন নিয়ে স্বপন মামার ধস্তাধস্তি হয়েছিল। মামাকে বাঁশ দিয়ে মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে। বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ জানান, স্বপন হত্যার ঘটনায় আনোয়ার হোসেন আনু ও হাসান নামে দুজনকে আটক করা হয়েছে। তারা স্বীকার করেছে, স্বপনকে বাঁশ দিয়ে পিটিয়ে হত্যা করেছে। সে সময় তারা ঘটনাস্থলে তিনজন ছিলেন। ঘটনায় জড়িত অন্য একজনকে ধরতে অভিযান চলছে। যিনি মারা গেছেন, যারা তাকে হত্যা করেছে তারা উভয়ই উভয়ের পরিচিত। এক সঙ্গে চলাফেরা করেন। তারা সবাই মাদকাসক্ত।

সর্বশেষ খবর