শিরোনাম
শুক্রবার, ২ জুলাই, ২০২১ ০০:০০ টা

ধলেশ্বরীতে দুই লাইটার জাহাজে ডাকাতি

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জ সদরের মুক্তারপুরের পাশে ধলেশ্বরী নদীতে বুধবার দিবাগত গভীর রাতে এমভি ইয়াসিন আরাফাত-২ ও এমভি সেভেন সার্কেল-৩০ নামের দুটি লাইটার জাহাজে ডাকাতির অভিযোগ পাওয়া গেছে। রাত আড়াইটার দিকে জেলা শহরের উপকণ্ঠ মুক্তারপুর সংলগ্ন নারায়ণগঞ্জের সোনারগাঁ সীমানায় ধলেশ্বরী নদীতে এ ঘটনা ঘটে। এ সময় একটি লাইটার জাহাজের চালককে মারধর করা হয় এবং দুটি জাহাজ থেকে ৪০টি মোবাইল ফোনসহ অর্ধ লক্ষাধিক নগদ টাকা ছিনিয়ে নিয়ে যায় ডাকাত দল। মুক্তারপুর নৌপুলিশ সূত্র জানায়, মধ্যরাতে একটি স্পিডবোটে করে ১৮-২০ জনের একটি ডাকাত দল লাইটার দুটির কাছে আসে। পরে তারা মুক্তারপুর এলাকা-সংলগ্ন নদীতে নোঙর করা দুটি জাহাজে অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। এর মধ্যে এমভি ইয়াসিন আরাফাত-২ নামের জাহাজের চালককে মারধর করে জাহাজে থাকা ৪০ হাজার টাকা ও ক্রুদের ১৯টি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এরপর অপর জাহাজ এমভি সেভেন সার্কেল-৩০ এ হামলা চালিয়ে ১৪ জন ক্রুকে জিম্মি করে ২১টি মোবাইল ফোন ও ২০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় তারা। মুক্তারপুর নৌপুলিশের এসআই আল-আমিন জানান, ডাকাতির খবর পেয়ে ডাকাতদের ধরতে রাতে নদীতে অভিযান চালায় নৌপুলিশ। তবে ডাকাতরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জানান, ভুক্তভোগীরা থানায় এসেছিলেন। তবে ঘটনাটির সীমানা নিয়ে জটিলতা থাকার তাদের নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় অভিযোগ দায়েরের জন্য পরামর্শ দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর