শনিবার, ৩ জুলাই, ২০২১ ০০:০০ টা

চিকিৎসাধীন বন্দীর তত্ত্বাবধানে থাকবেন ডেপুটি জেলার

ডেসটিনির ঘটনা তদন্তে কমিটি চার কারারক্ষী বরখাস্ত

বিশেষ প্রতিনিধি

হাসপাতালে চিকিৎসাধীন কারাবন্দীরা এখন থেকে একজন ডেপুটি জেলারের তত্ত্বাবধানে থাকবেন বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল মো. মোমিনুর রহমান মামুন। আগে চিকিৎসাধীন বন্দীরা শুধু কারারক্ষীদের তত্ত্বাবধানে থাকতেন। সম্প্রতি সাজাপ্রাপ্ত কারাবন্দী ও ডেসটিনি-২০০০ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিকুল আমিন ব্যবসায়িক জুম মিটিংয়ে অংশ নেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কারা মহাপরিদর্শক বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘একজন কয়েদি জুম মিটিংয়ে অংশ নেওয়ার বিষয়টি নজরে আসার পর ঢাকা বিভাগের উপ-কারা মহাপরিদর্শক মোহাম্মদ তৌহিদুল ইসলামের নেতৃত্বে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছি। এতে মুন্সীগঞ্জের জেল সুপার নূরুন্নবী ভূঁইয়া ও নারায়ণগঞ্জের জেলার শাহ রফিকুল ইসলামকে সদস্য করা হয়েছে। কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে এ ঘটনায় কার দায় কতটুকু সেটা নির্ধারণসহ এ ধরনের ঘটনা রোধে সুপারিশসহ প্রতিবেদন দিতে বলা হয়েছে।’

ব্রিগেডিয়ার জেনারেল মো. মোমিনুর রহমান মামুন আরও বলেন, ‘ওই ঘটনার দিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রিজন সেলে দায়িত্বরত ৮ কারারক্ষীকে প্রত্যাহার ও তাদের মধ্যে চারজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সবার বিরুদ্ধে বিভাগীয় মামলা করেছি। তদন্তে দোষী প্রমাণিত হলে বিধি অনুযায়ী দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হবে।’ প্রত্যাহার হওয়া কারারক্ষীরা হলেন, ইউনিটের প্রধান রক্ষী ইউনুস মোল্লা, সহকারী প্রধান রক্ষী সাইদুল হক খান, কারারক্ষী মোজাম্মেল হক, নবীন আবদুল আলীম, জাহিদুল ইসলাম, আমির হোসেন, কামরুল ইসলাম ও শাকিল মিয়া। 

কারা-মহাপরিদর্শক বলেন, ‘হাসপাতালে চিকিৎসাধীন বন্দীরা শুধু কারারক্ষীদের তত্ত্বাবধানে থাকতেন। আমরা এই প্রথম সিদ্ধান্ত নিয়েছি এখন থেকে শুধু কারারক্ষীদের তত্ত্বাবধানে হাসপাতালে কোনো আসামিকে রাখা হবে না। হাসপাতালে চিকিৎসাধীন বন্দীদের তত্ত্বাবধানে সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন একজন করে ডেপুটি জেলার। শুক্রবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে।’

ইতিপূর্বেও গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে স্ত্রী পরিচয় দেওয়া এক নারীর সঙ্গে বন্দীর একান্তে সময় কাটানো নিয়ে সমালোচনার মুখে পড়ে কারা কর্তৃপক্ষ। এ ধরনের ঘটনা রোধে কী পদক্ষেপ নেওয়া হয়েছে জানতে চাইলে কারা-মহাপরিদর্শক বলেন, ‘আমরা সব সময় চেষ্টা করি এ ধরনের ঘটনা যাতে না ঘটে। কিছু দুষ্ট লোক থাকে, যারা সুযোগের অপব্যবহারের চেষ্টা করে। কাশিমপুর কারাগারের ঘটনায় কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। এ বিষয়টিতেও আমরা কঠোর ব্যবস্থা নিতে পারলে আশা করছি এসব ঘটনা কমে আসবে। আমরা এসব ঘটনা রোধে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি। আশা করছি আমাদের গৃহীত ব্যবস্থায় এসব ঘটনা নিয়ন্ত্রণ করা সম্ভব।’

প্রসঙ্গত, গত বুধবার আলোচিত এমএলএম প্রতিষ্ঠান ডেসটিনি-২০০০ লিমিটেডের এমডি রফিকুল আমিন ভিডিও অ্যাপস ‘জুম’ ব্যবহার করে ব্যবসায়িক মিটিংয়ে অংশ নেন। ভিডিওতে তিনি ডেসটিনির মতোই নতুন আরেকটি মাল্টি লেভেল মার্কেটিং (এমএলএম) ও মাল্টি পারপাস লিমিডেট ব্যবসা চালুর বিষয়ে আলোচনা করেন। ইতিমধ্যে ডেসটিনির লোকজন ওই ব্যবসা চালু করেছেন। শিগগিরই ১ হাজার ৩০০ মার্কেটিং এজেন্ট নিয়োগের কথা বলা হয় জুম মিটিংয়ে। দুর্নীতি দমন কমিশনের মামলায় ২০১২ সালের ১১ অক্টোবর গ্রেফতার হন রফিকুল আমিন। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন। ডায়াবেটিসজনিত সমস্যার বিষয়টি উল্লেখ করে গত দুই মাস ধরে রফিকুল আমিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রিজন সেলে চিকিৎসাধীন রয়েছেন।

সর্বশেষ খবর