শনিবার, ৩ জুলাই, ২০২১ ০০:০০ টা
অষ্টম কলাম

শাহজালালে ফুলের টবে সোনা

নিজস্ব প্রতিবেদক

ফুলের টবে গাছ নয়, মিলেছে সোনা। শাহজালাল বিমানবন্দরে মধ্যপ্রাচ্য থেকে আগত এক যাত্রীর কাছে থাকা টবের ভিতর থেকে দেড় কেজি সোনা উদ্ধার করে ঢাকা কাস্টম হাউস। গতকাল ভোর সাড়ে ৪টার দিকে এই ঘটনা ঘটে। আটক যাত্রীর নাম জসিম মিয়া। তার বাড়ি নরসিংদী জেলায়।

ঢাকা কাস্টম হাউসের ডেপুটি কমিশনার আবদুস সাদেক জানান, তাদের কাছে আগেই সংবাদ ছিল যে, বিমানবন্দরে সৌদী আরব থেকে আগত জাজিরা এয়ারওয়েজের এক যাত্রী সোনা বহন করছেন। এরপর তাদের প্রিভেন্টিভ টিমে কর্মকর্তারা বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে নজরদারি করতে থাকেন। গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় সন্দেহভাজন যাত্রী জসিম মিয়াকে থামানো হয়। তার কাছে সোনা থাকার বিষয়ে জানতে চাইলে তিনি তা অস্বীকার করেন। পরে তার কাছে থাকা ব্যাগেজ ও ফুলের টব স্ক্যানিং করা হয়। স্ক্যানিংয়ে ফুলের টবে বিশেষভাবে লুকিয়ে রাখা দুটি সোনার দন্ড পাওয়া যায়। যার ওজন প্রায় ১ কেজি ৬০০ গ্রাম। এসব সোনার বাজারমূল্য প্রায় ১ কোটি ৬ লাখ টাকা। চোরাচালানের অভিযোগে আটক ওই যাত্রীকে বিমানবন্দর থানায় সোপর্দ করা হয়েছে।

সর্বশেষ খবর