রবিবার, ৪ জুলাই, ২০২১ ০০:০০ টা
হাসপাতালে জুম মিটিং

কারাগারে নেওয়া হলো ডেসটিনির এমডিকে

নিজস্ব প্রতিবেদক

কারাগারে নেওয়া হলো ডেসটিনির এমডিকে

হাসপাতাল থেকে ফের কারাগারে নেওয়া হয়েছে ডেসটিনি ২০০০ লিমিটেডের কর্ণধার রফিকুল আমীনকে। ছাড়পত্র দেওয়ার পর গতকাল বিকালেই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) থেকে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়েছে। বেলা সাড়ে ৩টার দিকে তাকে বহন করা প্রিজনভ্যান কারাগারে পৌঁছায়। ‘অসুস্থতার কথা বলে’ প্রায় তিন মাস এই হাসপাতালের প্রিজন সেলে অবস্থান করছিলেন তিনি। এর আগে ২০১২ সালের অক্টোবরে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মানি লন্ডারিং মামলায় রফিকুল আমীন গ্রেফতার হন। ঢাকা কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ কারা তত্ত্বাবধায়ক সুভাষ কুমার ঘোষ বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘হৃদরোগ, কিডনি, অর্থোপেডিকস ও ডায়াবেটিসের সমস্যার কারণে রফিকুল আমীন ১১ এপ্রিল থেকে বিএসএমএমইউতে চিকিৎসা নিচ্ছিলেন। আমরা তো আর চিকিৎসক নই। চিকিৎসকদের পরামর্শ মতোই সেখানে তাকে রাখা হয়েছিল। কারাগারে প্রবেশের পর এখন তাকে ১৪ দিনের কোয়ারেন্টাইনে রাখা হবে। ডিভিশনপ্রাপ্ত বন্দী হওয়ার কারণে তাকে সেখানে রেখেই কোয়ারেন্টাইন নিশ্চিত করা হবে।’ জানা গেছে, হাসপাতালের প্রিজন সেলে থেকে তিনি জুমে ব্যবসায়িক বৈঠক এবং নতুন এমএলএম কোম্পানি খোলার কার্যক্রম চালাচ্ছেন বলে অভিযোগ ওঠে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তার একটি জুম মিটিংয়ের প্রায় এক ঘণ্টার ভিডিও ছড়িয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়। এরপর কারা কর্তৃপক্ষ রফিকুল আমীনের পাহারায় থাকা প্রধান কারারক্ষীসহ আটজনকে বৃহস্পতিবার প্রত্যাহার করে নেয়। গতকাল চার প্রধান কারারক্ষীকে সাময়িক বরখাস্ত ও ১৩ কারারক্ষীর বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়। কারাগার সূত্র জানায়, রফিকুল আমীন একেক সময় একেক রোগের কথা বলে হাসপাতালের প্রিজন সেলে থেকেছেন। তিনি মূলত ঘুরেফিরে বিএসএমএমইউ ও বারডেম হাসপাতালে আসা-যাওয়ার মধ্যে ছিলেন। এর মধ্যে বেশির ভাগ সময় ছিলেন বিএসএমএমইউতে। তবে এবারের মতো একটানা এত লম্বা সময় তিনি এর আগে ছিলেন না। এর আগে সেখানে সর্বোচ্চ টানা দেড় মাস থেকেছেন। সর্বশেষ চলতি বছর ১১ এপ্রিল তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বিএসএমএমইউর প্রিজন সেলে আসেন।

সর্বশেষ খবর