শুক্রবার, ৯ জুলাই, ২০২১ ০০:০০ টা

ভ্যাকসিন কার্যক্রম গতিশীল করতে হবে

-আবুল কাসেম খান

ভ্যাকসিন কার্যক্রম গতিশীল করতে হবে

ঢাকা চেম্বারের সাবেক প্রেসিডেন্ট আবুল কাসেম খান বলেছেন, জীবন-জীবিকার জন্য মানুষ টানা লড়াই করে যাচ্ছে। বলা যায় জীবন-জীবিকার জন্য এক যুদ্ধ চলছে। কোনটা আগে আর কোনটা পরে সেটা নিয়েও নানা কথা হচ্ছে। কিন্তু বিষয় হলো-দুটোই গুরুত্বপূর্ণ। আমাদের এখানে এই মুহূর্তে সংক্রমণের হার অনেক উচ্চ। আবার পপুলেশনও অনেক বেশি। ফলে এখানে লকডাউন দিয়ে সংক্রমণ ঠেকানো খুবই কঠিন। তবে সরকারের এই উদ্যোগ খুবই প্রশংসনীয় যে, আমাদের সমমানের অনেক দেশের তুলনায় আমরা টিকা কার্যক্রমে বেশ ভালো করছি। এই টিকা কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। এটা আরও ভালো করার সুযোগ ছিল। যদি আরও আগে সঠিকভাবে পরিকল্পনা নেওয়া ও তার বাস্তবায়ন করা যেত। এ কে খান অ্যান্ড কোম্পানি লিমিটেডের পরিচালক আবুল কাসেম খান গতকাল বাংলাদেশ প্রতিদিনকে আরও বলেন, অর্থনীতি সচল রাখা, গণহারে ভ্যাকসিন প্রয়োগ করার কোনো বিকল্প নেই। অর্থনীতি সচল রাখতে হলে মানুষকে স্বাস্থ্য সুরক্ষা দিতে হবে। উৎপাদনশীল কারখানাগুলো খোলা রাখা হয়েছে। স্বাস্থ্যবিধি মানার বিষয়টি নিশ্চিত করতে হবে। সম্পূর্ণ শাটডাউন বা লকডাউনে কিন্তু আমরা যেতে পারব না। সেটা সম্ভবও নয়। আমরা যেন ভয়ভীতি কাটিয়ে নির্বিঘ্নে কর্মস্থলে যেতে পারি এ জন্য প্রয়োজনীয় সংখ্যক মানুষকে ভ্যাকসিনের আওতায় আনতে হবে। ঢাকা চেম্বারের সাবেক প্রেসিডেন্ট আরও বলেন, গত বছর অর্থনীতির ক্ষতি পুষিয়ে নিতে যে প্রণোদনা ঘোষণা করা হয়েছিল সেখানে এসএমই খাতের উদ্যোক্তারা প্রয়োজনীয় সহযোগিতা পাননি। এটা খুবই দুঃখজনক। অথচ এই এসএমই খাত ও অপ্রাতিষ্ঠানিক খাতের সঙ্গেই বেশির ভাগ মানুষের জীবিকা নির্ভর করে। কিন্তু আমরা তাদের প্রয়োজনীয় সহযোগিতা দিতে পারিনি। এবার অন্তত সময় থাকতে তাদের পাশে দাঁড়ানো দরকার। তাদের পুঁজি ও ব্যবসা-প্রতিষ্ঠান টিকিয়ে রাখতে না পারলে বেকার ও দরিদ্র মানুষের সংখ্যা আরও বেড়ে যাবে। যা দেশের অর্থনীতিতে বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলবে। গত বছর রপ্তানি খাতের যতটা ক্ষতি হওয়ার আশঙ্কা ছিল ততটা কিন্তু হয়নি। আবার যতটুকু ক্ষতি হয়েছে সেটাও তড়িৎ গতিতে রিকোভারিও হয়েছে। এখনো অবশ্য কিছু জায়গায় রিকোভারি হচ্ছে। এগুলোর জন্য আরও সময়ের প্রয়োজন বলে তিনি মনে করেন।

সর্বশেষ খবর