শুক্রবার, ৯ জুলাই, ২০২১ ০০:০০ টা

বেতনের দাবিতে গাজীপুর নারায়ণগঞ্জে শ্রমিক বিক্ষোভ, অবরোধ

প্রতিদিন ডেস্ক

বেতনের দাবিতে গাজীপুর নারায়ণগঞ্জে শ্রমিক বিক্ষোভ, অবরোধ

বকেয়া বেতন আদায় ও বিভিন্ন অনিয়ম বন্ধের দাবিতে গতকাল নারায়ণগঞ্জের কাঁচপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন পোশাক শ্রমিকরা -বাংলাদেশ প্রতিদিন

বকেয়া বেতন-ভাতা পরিশোধসহ কয়েক দফা দাবিতে গতকাল গাজীপুর ও নারায়ণগঞ্জে পোশাক কারখানার শ্রমিক-কর্মচারীরা বিক্ষোভসহ সড়ক অবরোধ করেন। অবরোধের কারণে সড়কে যান চলাচল বন্ধ থাকে। আমাদের প্রতিনিধিদের পাঠানো বিবরণ-

গাজীপুর : পাওনা বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে গতকাল গাজীপুরে এক পোশাক কারখানার কর্মকর্তা-কর্মচারীরা মাঠে নামেন। একপর্যায়ে কারখানার শ্রমিকরা কাজে যোগ দিলেও কর্মকর্তা-কর্মচারীরা দিনভর কর্মবিরতি ও বিক্ষোভ  করেন। বিক্ষুব্ধ কর্মচারীরা ঢাকা-গাজীপুর সড়ক অবরোধ করে রাখেন। আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীরা জানান, গাজীপুর সিটি করপোরেশনের বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) সামনে লক্ষ্মীপুরা এলাকায় স্টাইল ক্র্যাফ্ট পোশাক কারখানায় ৭ শতাধিক কর্মকর্তা-কর্মচারী এবং প্রায় ৫ হাজার শ্রমিক রয়েছেন। চলতি বছরের মার্চ, মে, জুনসহ গত সেপ্টেম্বরের পূর্ণ বেতন-ভাতা এবং ২০১৯ সালের ডিসেম্বর ও ২০২০ সালের মার্চ-আগস্টের শতকরা ৫০ ভাগ, অক্টোবরের ৩৫ ভাগ, নভেম্বরের ১৫ ভাগ বেতন পাওনা রয়েছে। এ ছাড়া কারখানার কর্মচারীদের বার্ষিক ছুটিও পাওনা রয়েছে। তারা বেশ কিছুদিন ধরে এসব পাওনা পরিশোধের জন্য কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়ে আসছেন। কিন্তু কর্তৃপক্ষ একাধিকবার তারিখ ঘোষণা করেও পরিশোধ করেননি। সর্বশেষ মার্চের বেতন ৭ জুলাই, মে ও জুনের বেতন ১৫ জুলাই এবং ঈদবোনাস ১৮ জুলাই পরিশোধের আশ্বাস দিয়ে তারিখ ধার্য করেন। কিন্তু প্রতিশ্রুতি অনুযায়ী বুধবার পাওনা পরিশোধ না করে তিন মাসের বকেয়া একত্রে ১৫ জুলাই পরিশোধের ঘোষণা দেন। এতে স্টাফদের মাঝে অসন্তোষ ছড়িয়ে পড়ে। তারা প্রতিশ্রুতি অনুযায়ী পাওনাদি পরিশোধের দাবি জানান।

নারায়ণগঞ্জ ও সোনারগাঁ : কাঁচপুরে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছেন সিনহা ও ওপেক্স গ্রুপের শ্রমিকরা। বকেয়া বেতন-ভাতাসহ সাত দফা আদায় ও সব অনিয়ম বন্ধের দাবিতে অবরোধ করেন তারা। গতকাল ভোর থেকে মাঠে নামেন শ্রমিকরা। বিকাল সাড়ে ৪টা পর্যন্ত অবরোধ ও অবস্থান কর্মসূচি চালিয়ে যান। এতে ঢাকা-সিলেট, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দুই পাশেই হাজারো পণ্যবাহী গাড়ি আটকে যায়। অবরোধের কারণে যানজট একদিকে সাইনবোর্ড, অন্যদিকে রূপগঞ্জে গাউছিয়া পর্যন্ত ছড়িয়ে যায়। খবর শুনে শিল্পাঞ্চল পুলিশ, সোনারগাঁ থানা পুলিশ ওই এলাকায় অবস্থান নেয়।

 মালিকপক্ষের সঙ্গে কথা বলেছে শিল্পপুলিশ। জানা গেছে, নারায়ণগঞ্জের কাঁচপুর শিল্পনগরীতে সিনহা ও ওপেক্স গ্রুপের শ্রমিকদের প্রতি মাসের বেতন পরবর্তী মাসের সাত কর্মদিবসের মধ্যে প্রদানের কথা থাকলেও গার্মেন্ট কর্তৃপক্ষ ৩০ তারিখেও প্রদান করেন না। ফলে দুই মাসের বেতন-ভাতা বকেয়া পড়ে। এ ছাড়া শ্রমিকদের সার্ভিসের টাকা ছাড়া জোরপূর্বক পদত্যাগপত্রে স্বাক্ষর রাখা, বেআইনিভাবে লে-অফসহ বিভিন্ন অনিয়ম করেন ওপেক্স ও সিনহা গ্রুপ কর্তৃপক্ষ। এসবের প্রতিবাদ এবং বকেয়া বেতনের দাবিতে ওপেক্স ও সিনহা গ্রুপের শ্রমিকরা সকাল থেকে কাজে যোগ না দিয়ে মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ দেখান। তারা বিভিন্ন স্লোগান দেন এবং খন্ড খন্ড মিছিল বের করেন। তাদের প্রধান দাবি বকেয়া বেতন দ্রুত পরিশোধ। শ্রমিকরা জানান, তাদের কয়েক মাসের বেতন ও নানা বকেয়া রয়েছে। অন্যদিকে মালিকপক্ষ দাবি করছেন, মে ও জুনের বেতন বকেয়া। এর মধ্যে মালিকপক্ষ দুই দফায় বেতন পরিশোধ করবেন বলে জানালেও শ্রমিকরা রাজি হননি। কাঁচপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, শ্রমিকদের অবরোধে যানজটের সৃষ্টি হয়েছিল। সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতিকুল ইসলাম বলেন, ‘বেতন ঠিকমতো না পাওয়ায় লকডাউনে শ্রমিকরা দুর্ভোগে রয়েছেন। আমরা মালিকপক্ষের সঙ্গে আলোচনা করেছি। ১৩ জুলাই মালিকপক্ষ বকেয়া পরিশোধ করবেন বলে আমাদের আশ্বস্ত করেছেন। পরে শ্রমিকদের বাকি দাবি নিয়ে আলোচনায় বসবেন। মালিকপক্ষের আশ্বাসের পরিপ্রেক্ষিতে শ্রমিকরা অবরোধ তুলে নেন।’

সর্বশেষ খবর