শুক্রবার, ৯ জুলাই, ২০২১ ০০:০০ টা

সূচক বেড়েছে শেয়ারবাজারে

নিজস্ব প্রতিবেদক

আগের দুই দিন দরপতন হয় শেয়ারবাজারে। গতকাল সপ্তাহের শেষ দিনের লেনদেনে সব সূচক বেড়েছে। সেই সঙ্গে বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দামও বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) চারদিনের লেনদেনে সূচক দুই দিনে বেড়েছে ১০৪ পয়েন্ট অন্য দুই দিনে কমেছে ৪২ পয়েন্ট। গতকাল দিনের লেনদেন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৩৫ পয়েন্ট বেড়ে ছয় হাজার ২১২ পয়েন্টে উঠে এসেছে। ডিএসইতে দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে ১৯১টি প্রতিষ্ঠান। বিপরীতে দাম কমেছে ১৫৫টির। ২৮টির দাম অপরিবর্তিত থাকে। ডিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ৪৯১ কোটি ৯১ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন         হয় এক হাজার ৫৭৭ কোটি ৫৬ লাখ টাকা। টাকার অংকে ডিএসইতে সব থেকে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকো লিমিটেডের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ৭০ পয়সা বেড়ে হয়েছে ৯২ টাকা ৭০ পয়সা। কোম্পানিটির ১০২ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা লাফার্জহোলসিম ৫৮ কোটি ২৮ লাখ টাকার লেনদেন হয়েছে। ৩১ কোটি ৯৫ লাখ টাকার  শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে কেয়া কসমেটিকস। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ১২০ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হয়েছে ৭৪ কোটি ৫ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া ৩২১টি প্রতিষ্ঠানের মধ্যে ১৫৯টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১৩৬টির এবং ২৬টির দাম অপরিবর্তিত রয়েছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর