সোমবার, ১২ জুলাই, ২০২১ ০০:০০ টা

ছেলের লাশ খুঁজতে ভোলা থেকে ঢাকায় ৭০ বছরের মন্নান

প্রতিদিন ডেস্ক

লকডাউনে বাস আর লঞ্চ বন্ধ। তাই বারবার বাহন বদল করে প্রায় আড়াইশ কিলোমিটার পথ পেরিয়ে দক্ষিণের জেলা ভোলা থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এসেছেন ৭০ বছর বয়সী মন্নান মাতব্বর। এই কঠিন সময়ে এতটা পথ তাকে পেরিয়ে আসতে হয়েছে ছেলের লাশ শনাক্ত করার জন্য। সূত্র : বিডিনিউজ।

দুই দিন আগে নারায়ণগঞ্জে হাসেম ফুডস কারখানায় ভয়াবহ অগ্নিকান্ডের পর যে শ্রমিকদের খোঁজ এখনো  মেলেনি,  মন্নান মাতব্বরের ছেলে নোমান মাতব্বর (২২) তাদের একজন। গতকাল সকালে ঢাকা  মেডিকেলের মর্গের সামনে মন্নান মাতব্বরের সঙ্গে যখন কথা হচ্ছিল, তখন তার চোখেমুখে ছিল পুত্র হারানোর শোক আর দীর্ঘ পথের ক্লান্তি। হাসেম ফুডস কারখানায় আগুন লাগার খবর তিনি বৃহস্পতিবার রাতেই পেয়েছিলেন। কিন্তু ছেলের সঙ্গে  যোগাযোগ করতে পারছিলেন না। এর মধ্যে শুক্রবার পেলেন অর্ধশত মৃত্যুর খবর, তখনই তিনি যা বোঝার বুঝে নিয়েছেন। কিন্তু ঢাকা আসার উপায় না দেখে তার বুকে কষ্টের ভার কেবল বাড়ছিল। শেষ পর্যন্ত মেয়ে জামাইকে সঙ্গে নিয়ে শনিবার দুপুরে ভোলার চরফ্যাশনের এওয়াজপুর থেকে রওয়ানা দেন মন্নান। কয়েকবার বাহন পাল্টে ভেঙে  ভেঙে আসতে তার লেগে যায় ১৪ ঘণ্টা। রাত ২টায় ঢাকা পৌঁছে এক আত্মীয়র বাসায় কিছুক্ষণ বিশ্রাম নিয়ে চলে এসেছেন মর্গে। নিচুস্বরে তিনি বললেন, প্রথমে মোটরসাইকেলে করে কিছুদূর এগিয়ে পরে একটি মাছের গাড়িতে চেপে এতটা পথ এসেছেন। পথে কয়েকবার পুলিশ আটকালেও ঘটনা শুনে  ছেড়ে দিয়েছে। দীর্ঘশ্বাস ছেড়ে মন্নান বললেন, ‘আমার তিন ছেলে তিন মেয়ে ছিল। একে একে সব  ছেলে মারা গেল। এই বৃদ্ধ বয়সে এখন আমার আর কেউ রইল না।’

সর্বশেষ খবর