বুধবার, ১৪ জুলাই, ২০২১ ০০:০০ টা
শিথিলতায় সতর্কতা কেন জরুরি

উপসর্গ থাকলে আইসোলেশনে থাকতে হবে

ডা. সাকলায়েন রাসেল

নিজস্ব প্রতিবেদক

উপসর্গ থাকলে আইসোলেশনে থাকতে হবে

ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল ও রিসার্চ ইনস্টিটিউটের ভাসকুলার সার্জারি বিভাগের প্রধান ডা. সাকলায়েন রাসেল বলেছেন, ঈদুল আজহাকে কেন্দ্র করে বিধিনিষেধ শিথিল করেছে সরকার। করোনা সংক্রমণে আমরা বিশ্বের ১০টি দেশের তালিকায় উঠে এসেছি। এ মুহুর্তে বিধিনিষেধ শিথিলের সিদ্ধান্ত চিকিৎসক হিসেবে ঝুঁকিপূর্ণ মনে করি। তাই জ্বর, কাশির মতো উপসর্গকে মৌসুমি অসুখ মনে না করে আইসোলেশনে থাকতে হবে, করোনা টেস্ট করতে হবে।

গতকাল তিনি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, দুই মাস ধরে ধারাবাহিকভাবে করোনা সংক্রমণ বাড়ছে। আশঙ্কাজনক হারে বাড়ছে মৃত্যু। করোনা রোগী ছড়িয়ে পড়েছে জেলা-উপজেলা থেকে প্রত্যন্ত অঞ্চলে। এ পরিস্থিতিতে মানুষের যাতায়াত বাড়লে সংক্রমণ আরও মাথা চাড়া দিতে পারে। দেশের হাসপাতালগুলোয় রোগী ধারণে সংকুলান হচ্ছে না। আইসিইউ ফাঁকা পেতে বেগ হচ্ছে রোগীর স্বজনদের। রোগী বাড়লে ফিল্ড হাসপাতালের পরিকল্পনা করছে সরকার। তাই ঘরের বাইরে গেলে অবশ্যই স্বাস্থ্যবিধি মানতে হবে। ডা. সাকলায়েন রাসেল আরও বলেন, মাস্ক বাধ্যতামূলকভাবে পরতে হবে। জ্বর, ঠান্ডা, কাশির মতো উপসর্গ দেখা দিলে মৌসুমি রোগ ভাবা চলবে না। বৃষ্টির পানি মাথায় পড়েছে তাই জ্বর এসেছে ভাবার সুযোগ নেই। উপসর্গ দেখা দিলে সঙ্গে সঙ্গে আইসোলেশনে থাকতে হবে। অতি দ্রুত করোনা টেস্ট করাতে হবে এবং চিকিৎসকের পরামর্শ নিতে হবে। যারা টিকার দুই ডোজ নিয়েছেন তাদেরও স্বাস্থ্যবিধি মানতে হবে।

সর্বশেষ খবর