বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১ ০০:০০ টা

কী হবে এসএসসি ও এইচএসসি পরীক্ষার

সিদ্ধান্ত জানা যাবে আজ

নিজস্ব প্রতিবেদক

চলতি বছরের আটকে থাকা এসএসসি ও এইচএসসি পরীক্ষা হবে কি না আজ জানা যাবে। বেলা ১১টায় এক ভার্চুয়াল প্রেস কনফারেন্সে এ দুই পরীক্ষার ব্যাপারে বিস্তারিত জানাবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। গতকাল গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সাধারণত প্রতি বছর ফেব্রুয়ারিতে এসএসসি ও সমমান এবং এপ্রিলে এইচএসসি ও সমমান পরীক্ষার আয়োজন করে শিক্ষা মন্ত্রণালয়। কিন্তু করোনা সংক্রমণের কারণে চলতি বছর এ পরীক্ষার আয়োজন করতে পারেনি সরকার। এ দুই পরীক্ষার অপেক্ষায় থাকা শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়া হবে নাকি অটো পাস দেওয়া হবে অথবা অন্য কোনো পদ্ধতিতে মূল্যায়ন করা হবে এ নিয়ে দ্বিধা ছিল পরীক্ষার্থীদের। এসব পরীক্ষার ব্যাপারে সিদ্ধান্ত জানার অপেক্ষার প্রহর শেষ হলো আজ। তথ্যমতে, ২০২১ সালের ঝুলে থাকা এসএসসি ও এইচএসসি পরীক্ষা নেওয়া সম্ভব না হলে বিকল্প পদ্ধতিতে মূল্যায়ন করার ভাবনা নিয়ে কাজ শুরু করে শিক্ষা মন্ত্রণালয়। এ ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা বোর্ড, বুয়েটসহ বিভিন্ন প্রতিষ্ঠানে সংশ্লিষ্টদের সমন্বয়ে গঠন করা হয়েছিল একটি কমিটি। চলমান পরিস্থিতিতে এসএসসি ও এইচএসসি পরীক্ষার ব্যাপারে এই কমিটির তৈরি করা একাধিক প্রস্তাব প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হয়েছিল মন্ত্রণালয়ের পক্ষ থেকে। প্রধানমন্ত্রী এই দুই পরীক্ষার ব্যাপারে একটি সিদ্ধান্ত চূড়ান্ত করে দিয়েছেন। এ সিদ্ধান্তই আজ প্রেস কনফারেন্সে জানাবেন শিক্ষামন্ত্রী। সূত্র জানায়, প্রধানমন্ত্রীর কাছে পাঠানো প্রস্তাবগুলোর মধ্যে ছিল- রচনামূলক বা সৃজনশীল প্রশ্ন বাদ দিয়ে কেবল বহুনির্বাচনী প্রশ্নে (এমসিকিউ) পরীক্ষা নেওয়া। বিষয় ও পূর্ণমান (পরীক্ষার মোট নম্বর) কমিয়ে পরীক্ষা নেওয়া। প্রতি বিষয়ের দুই পত্র একীভূত করা। একাধিক পত্র থাকা একটি বিষয়ের ২০০ নম্বরের বদলে ১০০ নম্বরের পরীক্ষা নেওয়া। স্বাস্থ্যবিধি নিশ্চিতে কেন্দ্রের সংখ্যা বর্তমানের তুলনায় দ্বিগুণ করে পরীক্ষা নেওয়ারও প্রস্তাবনা ছিল মন্ত্রণালয়ের পক্ষ থেকে। তবে এক্ষেত্রে করোনার সংক্রমণ ১০ শতাংশের নিচে নেমে এলে স্বাস্থ্যবিধি নিশ্চিত করে পরীক্ষা নেওয়া হবে বলে প্রস্তাবে বলা হয়েছিল।

সর্বশেষ খবর