বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১ ০০:০০ টা

সাঘাটায় ৩০০ অতিদরিদ্র পেল বসুন্ধরার ত্রাণসামগ্রী

গাইবান্ধা প্রতিনিধি

সাঘাটায় ৩০০ অতিদরিদ্র পেল বসুন্ধরার ত্রাণসামগ্রী

গাইবান্ধার সাঘাটা উপজেলায় ৩০০ অসহায় ও অতিদরিদ্র পরিবার পেয়েছে বসুন্ধরার ত্রাণসামগ্রী। কালের কণ্ঠ শুভসংঘের আয়োজনে বিতরণকৃত এ ত্রাণসামগ্রীর মধ্যে ছিল খাদ্যসহ স্বাস্থ্যরক্ষার নানা সামগ্রী। গতকাল কাজী আজহার আলী সরকারি মডেল উচ্চবিদ্যালয় মাঠে স্বাস্থ্যবিধি মেনে এগুলো বিতরণ করা হয়। ত্রাণ পেয়ে হাঁড়ি-পাতিল বিক্রেতা রাজু মিয়া তার প্রতিক্রিয়ায় বলেন, ‘করোনার পর থেকে দিনগুলো খুব কষ্টে যাচ্ছে। এ রকম সময় বসুন্ধরার সাহায্য পেয়ে খুব উপকার হলো। পরিবার নিয়ে কিছুদিন খেতে পারব। অনেক ভালো হলো। এর জন্য দোয়া করি, সুখে থাকুক সবাই।’

উপকারভোগী সবুর মিয়া বলেন, ‘অটোভ্যান চালাই। লকডাউনে ভ্যান চালাইতে পারি না। টুকটাক যা চালাই তা দিয়েই কোনোরকম চলি। যাত্রীদের থেকে ১০-২০ টাকা বেশি চাইয়া নেই। টিভিতে দেখছি বসুন্ধরা গ্রুপ। তারা আজ খাবার দিল। তাদের জন্য দোয়া করি তারা আরও বড় হোক।’

উপকারভোগীদের উদ্দেশে ত্রাণ বিতরণে অংশ নিয়ে সাঘাটার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তুহিন হাসান বলেন, ‘কালের কণ্ঠ শুভসংঘের সদস্যরা বেছে বেছে অসহায়দের তালিকা করেছেন। এটি করতে আমাদেরও হিমশিম খেতে হয়। তাই শুভসংঘকে আমি ধন্যবাদ জানাচ্ছি। বসুন্ধরা গ্রুপকে ধন্যবাদ জানাই প্রান্তিক হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর জন্য। আজ যারা এ খাদ্যসামগ্রী পেলেন তারা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবেন। মাস্ক পরে থাকবেন সব সময়।’

ত্রাণ বিতরণ কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন সাঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এনায়েত কবির, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক তাবিউর রহমান, সাঘাটা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নওয়াব আলী প্রধান সাজু, কাজী আজহার আলী সরকারি মডেল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিমউদদীন মোল্লা, বোনারপাড়া সরকারি কলেজের প্রভাষক শাহ্ আলম, কালের কণ্ঠ শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শামীম আল মামুন, সদস্য শরীফ মাহ্দী আশরাফ জীবন, গাইবান্ধা জেলা সভাপতি তৌহিদা মাহমুদ, সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস লতাসহ অন্যদের মধ্যে সামিউল ইসলাম, রওজাতুন্নাহার লাবণ্য, মিনহাজুর রহমান নয়ন, সারাফ সোহাইবা নিহা, উম্মে কুলছুম তালুকদার, দেবী সাহা, রেহানা আক্তার রিসাত, উম্মে সালমা বৃষ্টি, তানহা, শুভসংঘের সাঘাটা উপজেলা সভাপতি আরফিন আলম সানি, সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ শান্তসহ অন্যদের মধ্যে মো. পারভেজ, আশিকুর জামান সোহাগ, দীপ্তি সরকার, নাজমুল মোল্লা, রাজিয়া আক্তার ইতি, মহসীন আলী, মনোয়ার হোসেন, সাইদুর রহমান, রাজিয়া আক্তার রোশনী, ফিরোজ আহমেদ, জসীম উদ্দীন, রায়হান কবির, ফরহাদ সরকার, শুভ সরকার, কামরুল হাসান, মাহমুদুল হাসান, জামিল হোসেন, রাকিবুল হাসান নিরব, নুর আলম, আরিফিন আক্তার, জায়মা জান্নাত, নাজমুল হুদা পলাশ, তাওফিক ওমর, মানিলা নিশা প্রমুখ।

সর্বশেষ খবর