মঙ্গলবার, ২০ জুলাই, ২০২১ ০০:০০ টা

ঈদে বন্ধ থাকবে বিনোদন কেন্দ্র

নিজস্ব প্রতিবেদক

ঈদুল আজহায় সব ধরনের বিনোদন ও পর্যটন কেন্দ্র বন্ধ থাকবে। শিশু পার্ক, রিসোর্ট খোলা রাখা যাবে না। এরই মধ্যে এ বিষয়ে নির্দেশনা জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। লকডাউনে জাতীয় চিড়িয়াখানা, বোটানিক্যাল গার্ডেনসহ অন্যান্য পর্যটন কেন্দ্রও বন্ধ থাকবে। ১৩ জুলাই ‘করোনাভাইরাসজনিত রোগের বিস্তার রোধকল্পে সার্বিক কার্যাবলি/ চলাচলে বিধিনিষেধ আরোপ’-সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়, ঈদ ও ঈদ-পরবর্তী লকডাউন চলাকালে দেশের সব পর্যটন কেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্র বন্ধ থাকবে। একই সময় দেশের সব শপিং মল ও দোকানপাট বন্ধ থাকবে। কোনো ধরনের সামাজিক অনুষ্ঠান, বিবাহোত্তর অনুষ্ঠান, জন্মদিন, পিকনিক পার্টি, রাজনৈতিক ও ধর্মীয় আচার অনুষ্ঠান অর্থাৎ ওয়াজ মাহফিলও বন্ধ থাকবে। ঈদে বিনোদন পার্ক বন্ধ রাখা প্রসঙ্গে ড্রিম হলি-ডে পার্কের ব্যবস্থাপনা পরিচালক প্রবীর কুমার সাহা বলেন, ‘করোনা সংক্রমণের কারণে বিনোদন কেন্দ্রগুলো বন্ধ রাখতে সরকার আমাদের চিঠি দিয়েছে। আমরা সরকারের সিদ্ধান্ত মেনে নিয়ে সব বিনোদন কেন্দ্র বন্ধ রেখেছি। আমরা চারটি ঈদ, দুটি বৈশাখ, বিজয় দিবসসহ সিজনেও বিনোদন কেন্দ্রগুলো বন্ধ রেখেছি। কর্মকর্তা-কর্মচারীদের বেতন দিতে হচ্ছে, ব্যাংক ঋণের কিস্তি আছে। তার পরও আমরা সর্বস্তরের মানুষের স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় নিয়ে সব পার্ক বন্ধ রেখেছি। আশা করছি আগামীতে সরকার কিছু শর্ত সাপেক্ষে বিনোদন কেন্দ্রগুলো খুলে দেবে।’

সর্বশেষ খবর