শনিবার, ২৪ জুলাই, ২০২১ ০০:০০ টা

সবজির বাজারে আগুন

নিজস্ব প্রতিবেদক

সবজির বাজারে আগুন

বাজার দর

ঈদের ছুটি এবং লকডাউনের প্রভাব পড়েছে সবজির বাজারে। ঈদের পর অনেক এলাকায় সবজির দোকান না খুললেও যে দুয়েকটা দোকান খোলা রয়েছে সেখানেও আকাশছোঁয়া দাম সবজির। একে ‘সবজির বাজারে আগুন’ বললে কম বলা হবে না। রাজধানীর বাজারগুলোতে চড়া দামে বিক্রি হচ্ছে সব ধরনের সবজি। এর সঙ্গে বেড়েছে কাঁচামরিচের দামও। ঈদের পর কাঁচামরিচের দাম কেজিতে বেড়েছে ৪০ টাকা পর্যন্ত। সবজি বিক্রেতারা বলছেন, ঈদের দিন ও ঈদের পরের দিন দোকানপাট বন্ধ ছিল। এ ছাড়া গতকাল থেকে শুরু হয়েছে কঠোর লকডাউন। গতকাল রাজধানীর বিভিন্ন এলাকার বাজার ঘুরে দেখা যায়, বেশির ভাগ সবজির দোকান বন্ধ। বাজারে ক্রেতাও কম। অনেক মুদি দোকানও বন্ধ রয়েছে। বন্ধ রয়েছে গরু ও খাসির মাংসের দোকান। তবে কিছু মুরগির দোকান খোলা রয়েছে। গতকাল ব্রয়লার মুরগির কেজি বিক্রি হয়েছে ১৩০ থেকে ১৪০ টাকা। লেয়ার মুরগির কেজি বিক্রি হয়েছে ২৩০ থেকে ২৪০ টাকা। আর সোনালি মুরগির কেজি বিক্রি হয়েছে ২০০ থেকে ২৩০ টাকা। অল্প কিছু ব্যবসায়ী দোকান খুলে সবজি বিক্রি করছেন। কোরবানির ঈদ, লকডাউন ও বৃষ্টি- এই তিন কারণে সব ধরনের সবজির দাম বেড়েছে বলে জানান ব্যবসায়ীরা। সবজির মতো অল্প কিছু ব্যবসায়ীও মাছ বিক্রি করছেন। তবে ক্রেতা কম, দামও বেড়েছে। বিক্রেতারা বলছেন, কোরবানির ঈদের পর সাধারণত বেচাকেনা কম থাকে। ক্রেতা-বিক্রেতাও কম থাকে। এবার লকডাউনের কারণে আরও কমে গেছে। ঈদের আগে রাজধানীর অলিগলিতে সবজির দোকান খোলা দেখা গেলেও এখন প্রায় সব ফাঁকা। কারওয়ান বাজারে দেখা যায়, বেশ কিছু দোকানপাট বন্ধ। মগবাজার, মালিবাগ ও গোপীবাগ বাজারের পরিস্থিতিও একই। বিক্রেতারা বলছেন, ঈদের পর সবজির দাম বেড়েছে। বিশেষ করে সালাদে ব্যবহৃত সবজির দাম অস্বাভাবিক বেড়েছে। অস্বাভাবিক দাম বেড়েছে গাজর-টমেটোর। গাজরের কেজি ১৭০ টাকা, টমেটোর কেজি ১৫০ টাকা। অর্থাৎ ঈদের পর দুদিনে এ দুটি সবজির দাম কেজিতে বেড়েছে ৫০ টাকার ওপরে। শুধু গাজর ও টমেটো নয়, দেশি শসা বিক্রি হয়েছে ১২০ টাকা কেজি দরে। গত সপ্তাহে যা ছিল ৮০ টাকা। হাইব্রিড শসা বিক্রি হয়েছে ৬০ থেকে ৭০ টাকায়, গত সপ্তাহে যা বিক্রি হয়েছে ৩০ টাকায়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর