শনিবার, ২৪ জুলাই, ২০২১ ০০:০০ টা
ঈদের ছুটিতে খুনোখুনি

ট্রলার ভাড়া নিয়ে সংঘর্ষে একজন নিহত

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জে চরাঞ্চলে ট্রলার ভাড়া কেন্দ্র করে বৃহস্পতিবার সকালে বাগ্বিতন্ডার পর দুপুরে সংঘর্ষে একজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। ঘটনাটি ঘটে সদর উপজেলার শিলই ইউনিয়নের বেহেরপাড়ায়। নিহতের নাম আলিম সরকার (৬০)। আহতরা হলেন নিজাম বেপারী (৩৫), হৃদয় (১৭), জগতারা (৪০), সুমি (২৫) ও হালিমন (৬০)। তাদের মুন্সীগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের কোরবানির পশু জবাই করার কাজে ব্যবহৃত ছুরি দিয়ে কোপানো হয়েছে বলে আহতরা জানিয়েছেন। নিহত আলিম সরকারের মেয়ে সুমি জানান, সকাল ৯টার দিকে স্থানীয় দিঘিরপাড় বাজার থেকে শিলই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের হাকিম মেম্বার আলিম সরকারের ভাগনে মহিউদ্দিনের ট্রলার ভাড়া করে দিঘিরপাড় বাজার থেকে বেহেরপাড়ায় আসেন। হাকিম মেম্বার ট্রলারচালক মহিউদ্দিনকে ১০০ টাকা ভাড়া দিলে তা নিতে অস্বীকৃতি জানান মহিউদ্দিন এবং ৩০০ টাকা দাবি করেন। এ নিয়ে বাগ্বিত-তা হলে ট্রলার মালিককে ৩০০ টাকাই দেন রিয়াজুল ইসলাম হাকিম মেম্বার। তবে এতে অপমানবোধ করে হাকিম মেম্বার এর প্রতিশোধ নিতে ওইদিন দুপুর সাড়ে ১২টায় তার লোকজন নিয়ে বেহেরপাড়া এসে আলিম সরকারের বাড়িতে হামলা চালালে ঘটনাস্থলেই আলিম সরকার (৬০) নিহত হন।

স্থানীয়রা জানান, হাকিম মেম্বারের লোকজনের লাঠির আঘাতে আলিম সরকার মারা যান এবং আরও পাঁচজন গুরুতর আহত হন। তাদের মধ্যে আলিম সরকারের স্ত্রী ও কন্যাও রয়েছেন। সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে গতকাল দুপুরে লাশ পরিবারে হস্তান্তর করা হয় বলে জানিয়েছেন সদর থানার ওসি মো. আবুবকর সিদ্দিক। ওসি আরও জানান, এ বিষয়ে সদর থানায় একটি নিয়মিত হত্যা মামলা রুজু হয়েছে এবং পুলিশ ঘটনাস্থল থেকে তিনজনকে গ্রেফতার করেছে। জড়িত বাকিদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে। বর্তমানে এলাকা শান্ত তবে শান্তিশৃঙ্খলার স্বার্থে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

সর্বশেষ খবর