রবিবার, ২৫ জুলাই, ২০২১ ০০:০০ টা

গার্মেন্ট শিল্পে কমপ্লায়েন্স ফল আমরা পেয়েছি

-ফারুক হাসান

আলী রিয়াজ

গার্মেন্ট শিল্পে কমপ্লায়েন্স ফল আমরা পেয়েছি

রানা প্লাজা ধসের পর সারা দেশে গার্মেন্ট শিল্প যে কমপ্লায়েন্সের আওতায় এসেছে এর ফল পাওয়া গেছে বলে জানিয়েছেন প্রধান রপ্তানি খাত তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি মো. ফারুক হাসান। তিনি বলেন, সবাই গার্মেন্ট শিল্পে নজর দিয়েছেন এত দিনে। কিন্তু সব শিল্পকারখানা নিরাপদ না করতে পারলে হবে না।

গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। বিজিএমইএ সভাপতি বলেন, ‘বিজিএমইএ, বিকেএমইএ কমিটি তৈরি করে সব কারখানায় গিয়ে বাধ্য করা হয়েছে গার্মেন্ট কমপ্লায়েন্স করতে। এর ফল আমরা পেয়েছি। এখন বাংলাদেশে যে কটি গ্রিন কারখানা আছে তা চীনের চেয়ে বেশি। গামেন্ট শিল্প পুরোপুরি কমপ্লায়েন্সের আওতায় এসেছে। কিন্তু আমাদের অন্যান্য শিল্প খাতে পরিস্থিতি ভিন্ন। সম্প্রতি একটি কারখানায় যে দুর্ঘটনা আমরা দেখেছি তা আমাদের সবার জন্য দুঃখজনক।’

ফারুক হাসান বলেন, ‘সরকার এখন উদ্যোগ নিয়েছে। একটি অ্যাডভাইজরি কমিটি করেছে। এ কমিটি সব কারখানা পরিদর্শন করবে। সবাইকে বাধ্য করবে নিরাপদ কারখানা তৈরি করতে। এত দিন এক ধরনের উপেক্ষার মনোভাব কাজ করেছে। সবাই গার্মেন্টের দিকে নজর দিয়েছেন। কিন্তু সব শিল্পকারখানা নিরাপদ না করতে পারলে হবে না। আমাদের আলাদা করে ক্ষমতা নেই। বিজিএমইএ শুধু গার্মেন্ট কারখানা পরিদর্শন করে। এর ওপর নজরদারি রাখে। অন্যান্য শিল্পের নজরদারি আমরা করতে পারি না। আমি আশাবাদী সরকার এবার সঠিক পদক্ষেপ নিয়েছে। দ্রুত পরিস্থিতির পরিবর্তন হবে।’

সর্বশেষ খবর