মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১ ০০:০০ টা

সিলেট-৩ আসনের উপনির্বাচন স্থগিত

নিজস্ব প্রতিবেদক

মহামারী করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় আগামী ৫ আগস্ট পর্যন্ত সিলেট-৩ আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ স্থগিত করেছে হাই কোর্ট। গতকাল উপনির্বাচন নিয়ে এক রিট আবেদনের শুনানিতে বিচারপতি এম ইনায়েতুর রহিম ভার্চুয়াল একক বেঞ্চে এ আদেশ দেন। এর আগে করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকার ঘোষিত চলমান কঠোর বিধিনিষেধের মধ্যে আগামী ২৮ জুলাই অনুষ্ঠেয় জাতীয় সংসদের সিলেট-৩ আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ স্থগিত রাখার নির্দেশনা চেয়ে হাই কোর্টে রিট আবেদন করা হয়। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার। সুপ্রিম  কোর্টের ছয়জন আইনজীবী এবং সালেহ আহমেদসহ স্থানীয় সাতজন ভোটারের পক্ষে অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির হাই কোর্টে এই রিট আবেদন দাখিল করেন। ১১ মার্চ সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরীর মৃত্যুতে আসনটি শূন্য হয়। নির্বাচন কমিশন (ইসি) গত ১৫ মার্চ এক বিজ্ঞপ্তিতে ওই আসন শূন্য ঘোষণা করে। গত ২ জুন ওই উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। তফসিলে ১৪ জুলাই ভোট গ্রহণের দিন নির্ধারণ করা হয়। পরবর্তীতে ইসি ১৫ জুন পৃথক এক নোটিসে ভোট গ্রহণের দিন নির্ধারণ করে ২৮ জুলাই। উপ-নির্বাচন স্থগিত করল ইসি : এদিকে সিলেট-৩ আসনের উপনির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল রাতে এই উপনির্বাচন স্থগিত করে সাংবিধানিক প্রতিষ্ঠানটি। সিলেট-৩ শূন্য আসনের নির্বাচন স্থগিতের আদেশ এই আসনের রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে। ইসির উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, হাই কোর্টের আদেশ প্রতিপালনার্থে ২৮ জুলাই অনুষ্ঠিতব্য সিলেট-৩ শূন্য আসনের নির্বাচন পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত দিয়েছে কমিশন। 

করোনা সংক্রমণের মধ্যেই সিলেট-৩ আসনের উপনির্বাচন আয়োজনের সিদ্ধান্তে অনড় ছিল নির্বাচন কমিশন (ইসি)। গত ২৪ তারিখে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা নির্বাচন কমিশনার ও ইসির ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে হেলিকপ্টারে করে সিলেট গিয়ে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায়ও যোগ দেন। রবিবার রাতে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পরিচালনার জন্য টেকনিক্যাল টিম সিলেটে পাঠায় ইসি।

সর্বশেষ খবর