বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১ ০০:০০ টা

এটা সুচিন্তিত ও ভালো সিদ্ধান্ত, কার্যকর চাই

-মোফাজ্জল করিম

এটা সুচিন্তিত ও ভালো সিদ্ধান্ত, কার্যকর চাই

সাবেক সচিব ও রাষ্ট্রদূত এ এইচ এম মোফাজ্জল করিম বলেছেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পদের হিসাব নেওয়ার সিদ্ধান্ত ইতিবাচক। এটা অত্যন্ত সুচিন্তিত ও ভালো সিদ্ধান্ত। এতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ঘুষ-দুর্নীতি অনেকাংশেই কমে যাবে। তবে সব সিদ্ধান্তের মতো এটা যেন সঠিকভাবে বাস্তবায়ন হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।

গতকাল বিকালে বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে মুঠোফোনে আলাপকালে তিনি এসব কথা বলেন। সাবেক এই সচিব বলেন, আমার পরামর্শ হচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয়ে এ বিষয়ে একটি সেল খোলা উচিত; যারা এ বিষয়টি মনিটর করবেন। কারও হিসাবে অসংগতি পাওয়া গেলে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। সবার স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। আলাপচারিতায় তিনি আরও বলেন, শুধু সরকারি কর্মকর্তা-কর্মচারীই নয়, জনপ্রতিনিধিদেরও সম্পদের হিসাব দেওয়া জরুরি। বিশেষ করে মন্ত্রী-এমপিসহ স্থানীয় পর্যায়ের সব জনপ্রতিনিধির সম্পদের হিসাব নেওয়া হলে তৃণমূল পর্যায়ে দুর্নীতি কমে যাবে। এ কাজ করতে হলে জনপ্রশাসন মন্ত্রণালয়সহ বিভিন্ন সেক্টরে জনবল নিয়োগ করতে হবে। সরকারকে নির্মোহভাবে এসব পর্যালোচনা করতে হবে। যাদের বিরুদ্ধে সম্পদের অনিয়ম পাওয়া যাবে তাদের আইন অনুযায়ী শাস্তি নিশ্চিত করতে হবে। মাঠ পর্যায়ের সরকারি কর্মকর্তা-কর্মচারী ও তার পরিবারের সদস্যদের হিসাব নেওয়া উচিত কি না- জানতে চাইলে সাবেক এই রাষ্ট্রদূত বলেন, সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব দেওয়ার বিধিমালা সঠিকভাবে বাস্তবায়ন হলে এর আওতায় সবাই চলে আসবে। সরকারি কর্মচারী বা তার পরিবারের সদস্যরাও যদি সম্পদের পাহাড় গড়েন তা খুঁজে বের করতে হবে। এজন্য শক্তভাবে আইন কার্যকর করা উচিত। আমি মনে করি এতে অন্তত ৭০ ভাগ দুর্নীতি কমে যাবে। দুর্নীতি নির্মূলে এটা খুবই ভালো উদ্যোগ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর