শিরোনাম
শনিবার, ৩১ জুলাই, ২০২১ ০০:০০ টা

বগুড়ার আরও ৯০০ পরিবারে বসুন্ধরা গ্রুপের খাদ্যসামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ার আরও ৯০০ পরিবারে বসুন্ধরা গ্রুপের খাদ্যসামগ্রী বিতরণ

বগুড়ার সারিয়াকান্দি, গাবতলী ও সোনাতলা উপজেলার ৯০০ অতিদরিদ্র ও চরাঞ্চলের মানুষের মধ্যে তৃতীয় দিনের মতো গতকাল খাদ্যসামগ্রী বিতরণ করেছে বসুন্ধরা গ্রুপের কালের কণ্ঠ পত্রিকার পাঠকদের সংগঠন শুভসংঘ। এ ছাড়া সবার মধ্যে মাস্ক বিতরণ ও করোনা সুরক্ষায় সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। সকালে সারিয়াকান্দি উপজেলার শালুখার চরে ও সারিয়াকান্দি পাবলিক লাইব্রেরি মাঠে ৩০০ জন, গাবতলী উপজেলার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ৩০০ জন ও সোনাতলা সদরে ৩০০ জনের মধ্যে বসুন্ধরা গ্রুপের সহায়তায় এই ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

সারিয়াকান্দির শালুখার চরে সহায়তা পেয়ে রশমা বলেন, ‘নাওয়ে করে তোমরা এত দূর আসি হামাকেরে সাহায্য দিলা, তোমাকের জন্য অন্তর থেকে দোয়া আসবি। তোমাকের বসুন্ধরাক ভালো হবি।’

সাইফুল ইসলাম নামে এক উপকারভোগী বলেন, ‘খেতে-খামারে কাম করি। সব সময় কাম পাই না। ছোল-পোল ডাল ভাত খাতে কষ্ট হয়। আজ তোমাকের ত্রাণ পেয়ে উপকার হইলো। কিছুদিন খাবার পারমু।’

ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত হয়ে সারিয়াকান্দি পৌরসভার মেয়র মতিউর রহমান মতি বলেন, পৌরসভার পক্ষ থেকে বসুন্ধরা গ্রুপকে কৃতজ্ঞতা জানাই। দেশের এই দুঃসময়ে অসহায় মানুষের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেছে। আপনারা সবাই বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের জন্য দোয়া করবেন। তিনি যেন আপনাদেরকে আরও বেশি সহযোগিতা করতে পারেন।’

ত্রাণ বিতরণ কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান, কালের কণ্ঠ শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান, শুভসংঘের বগুড়া জেলার উপদেষ্টা মোস্তফা মাহমুদ শাওন, কেন্দ্রীয় কমিটির সদস্য শরীফ মাহ্দী আশরাফ জীবন, বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক শিশির মোস্তাফিজ, সদস্য মশিউর রহমান জুয়েল, উত্তরা ইউনিভার্সিটির সাবেক সভাপতি আলমগীর হোসেন রনিসহ রাশেদুল ইসলাম মুনু, খাইরুল আলম, রফিকুল ইসলাম, মেহেদি হাসান সুফল, আলেফা, মিনহাজ উদ্দিন, সিফন, সাকাত, ফারুক প্রমুখ।

এদিকে বগুড়ার  গাবতলী উপজেলায় খাদ্যসামগ্রী বিতরণ করেছে দেশের বৃহৎ সামাজিক সংগঠন কালের কণ্ঠ শুভসংঘ। গাবতলী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ত্রাণসামগ্রী বিতরণ অনুষ্ঠানে অংশ নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. রওনক জাহান বলেন, করোনার এ মহামারী সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। তাদের এই মহৎ কাজের অংশ হতে পারায় আমি ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সবাই দোয়া করবেন ভবিষ্যতেও বসুন্ধরা গ্রুপ যেন এমন কার্যক্রম চলমান রাখতে পারে। আপনাদের পাশে দাঁড়াতে পারে।

ত্রাণ বিতরণ কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন গাবতলী উপজেলা ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম মুক্তা, কালের কণ্ঠ শুভসংঘের সদস্যবৃন্দ। অন্যদিকে জেলার সোনাতলা উপজেলায় অতিদরিদ্র ৩০০ পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মিনহাদুজ্জামান লীটন।

সর্বশেষ খবর