শনিবার, ৩১ জুলাই, ২০২১ ০০:০০ টা
প্রকৃতি

ধানের বীজতলায় ১৫ ফুট অজগর

কুমিল্লা প্রতিনিধি

ধানের বীজতলায় ১৫ ফুট অজগর

কুমিল্লার চৌদ্দগ্রামে ভারত সীমান্তবর্তী লক্ষ্মীপুর গ্রাম থেকে ১৫ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। সাপটি একটি ধানের বীজতলার জালে আটকা পড়ে। গতকাল সেটি কুমিল্লার সদর দক্ষিণের রাজেশপুর ইকো পার্কে অবমুক্ত করা হয়েছে।

লক্ষ্মীপুর গ্রামের যুবক তানজীদ হোসেন রিমন জানান, একটি অজগর সাপ জালে পেঁচিয়ে ছিল। জাল কেটে বৃহস্পতিবার রাত ১১টার দিকে অজগরটি উদ্ধার করা হয়। পরে বস্তায় রেখেছি। বন বিভাগ ও থানায় জানিয়েছি। সাপটি লম্বায় ১৫ ফুট, ওজন প্রায় ১৫ কেজি। চৌদ্দগ্রাম পৌরসভার মেয়র জি এম মীর হোসেনসহ স্থানীয়রা সেটি বন কর্মকর্তার কাছে হস্তান্তর করেন।

কুমিল্লা বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা কাজী মুহাম্মদ নুরুল করিম জানান, বাংলাদেশ-ভারতের সীমান্তবর্তী এলাকায় কিছু বন ও টিলা রয়েছে। ধারণা করছি অজগরটি খাবারের খোঁজে সমতলভূমিতে চলে এসেছে। আমরা সাপটিকে এনে রাজেশপুর ইকো পার্কে অবমুক্ত করেছি।

সর্বশেষ খবর