শিরোনাম
সোমবার, ২ আগস্ট, ২০২১ ০০:০০ টা
কৃষি

বরগুনায় জেলের জালে বিরল প্রজাতির ‘সাকার ফিশ’

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

বরগুনায় জেলের জালে বিরল প্রজাতির ‘সাকার ফিশ’

বরগুনার পাথরঘাটায় বিলে যুবকের জালে ৮০০ গ্রাম ওজনের একটি বিরল প্রজাতির মাছ ধরা পড়ে। ওই মাছটি দেখে সবাই হতবাক! এর আগে এ রকমের মাছ কেউ দেখেননি বলেও জানান স্থানীয়রা। বরগুনার পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নে রাজু নামে ওই যুবক বাড়ির সামনের বিলে শনিবার রাতে মাছ শিকারের জন্য জাল ফেলে আসেন। পরদিন রবিবার সকাল ১০টায় ওই জাল তুললে রুই, পুঁটি, তেলাপিয়া ও শোলসহ অসংখ্য মাছ উঠে আসে। এর সঙ্গে উঠে আসে বিরল প্রজাতির ‘সাকার ফিস’। বিরল প্রজাতির ওই মাছটি ১৬ ইঞ্চি লম্বা ও ৮০০ গ্রাম ওজনের। হঠাৎ বিরল প্রজাতির মাছটির কথা শুনে স্থানীয় লোকজন ভিড় জমাতে থাকেন। এ সময় তারা মাছটির বিভিন্ন রকমের নাম বলতে থাকেন। রাজু জানান, জালে এ রকমের একটি মাছ দেখে আমি প্রথমে ভয় পেয়েছিলাম। কারণ এর আগে এমন মাছ দেখিনি।

মাছটি বালতির পানির মধ্যে রেখে দিয়েছেন শুধু নাম জানার জন্য। কারও কাছে এর নাম জানতে না পেরে পাথরঘাটার সাংবাদিকদের কাছে নিয়ে গেলে তারা উপজেলা মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপুর শরণাপন্ন হন। তিনি এটিকে ‘সাকার ফিস’ বলে শনাক্ত করেন। তিনি জানান, এটি বিরল প্রজাতির মাছ। মাছটি পানি ছাড়াও প্রায় ২৪ ঘণ্টা জীবিত থাকতে পারে। তবে এই মাছটি আমাদের দেশের জন্য নয়। মৎস্য বিভাগ থেকে নির্দেশনা আছে, এ মাছটি দেখলে অপসারণ করার জন্য।

 

সর্বশেষ খবর