মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১ ০০:০০ টা

দেশে মৃত্যু ২১ হাজার ছাড়াল

এক দিনে শনাক্ত ১৬ হাজার, মৃত ২৪৬ জন, গত পাঁচ দিনে মৃত্যু ১ হাজার

নিজস্ব প্রতিবেদক

দেশে মৃত্যু ২১ হাজার ছাড়াল

প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ও মৃত্যু আরও বেড়েছে। এ সময়ে করোনায় আক্রান্ত হিসেবে নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ১৫ হাজার ৯৮৯ জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১২ লাখ ৮০ হাজার ৩১৭ জনে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারা দেশে আরও ২৪৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ পর্যন্ত ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২১ হাজার ১৬২ জনে। গত ২৮ জুলাই পর্যন্ত করোনায় মোট মৃত্যু ২০ হাজার ছাড়ায়। সে হিসেবে গত পাঁচ দিনে ১ হাজার মানুষের মৃত্যু হয়েছে। গতকাল স্বাস্থ্য অধিদফতর এ তথ্য জানিয়েছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার দাঁড়িয়েছে ২৯ দশমিক ৯১ শতাংশে। এ ছাড়া মৃত ২৪৬ জনের মধ্যে বয়স্কের সংখ্যাই বেশি। এর মধ্যে চল্লিশোর্ধ্ব ৩৩, পঞ্চাশোর্ধ্ব ৭১, ষাটোর্ধ্ব ৭১, সত্তরোর্ধ্ব ৩২, আশি-উর্ধ্ব ১৬ এবং নব্বই বছরের বেশি বয়সী তিনজন মারা যান। এর মধ্যে পুরুষ ১৩৭ ও নারী ১০৯ জন।

বিশ্লেষণে দেখা গেছে, সংক্রমণের এই ঊর্ধ্বগতিতে শুধু রাজধানীতেই গত ২৪ ঘণ্টায় ৭ হাজার ৬৬০ জনের করোনা শনাক্ত হয়েছে। যা কিনা ৮ বিভাগের মধ্যে সর্বোচ্চ। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২৪৮ জনের মধ্যে মৃত্যুও সবচেয়ে বেশি হয়েছে ঢাকা বিভাগেই। ঢাকা বিভাগে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৭৬ জন। অন্য বিভাগগুলোর মধ্যে করোনা রোগী শনাক্ত হয়েছেন ময়মনসিংহ বিভাগে ৬৯১, চট্টগ্রাম বিভাগে ৩ হাজার ৩১৫, রাজশাহী বিভাগে ৭২৪, রংপুর বিভাগে ৫৭৫, খুলনা বিভাগে ১ হাজার ৩৭৩, বরিশাল বিভাগে ৭৯৮ এবং সিলেট বিভাগে ৮৫৩ জন।

স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সরকারি ও বেসরকারি ৬৯৭টি ল্যাবরেটরিতে ৫৫ হাজার ৯৩৭টি নমুনা সংগ্রহ ও ৫৩ হাজার ৪৬২টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৭৮ লাখ ৪৩ হাজার ৮৮৫টি। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২৯ দশমিক ৯১ শতাংশ। গত বছরের ৮ মার্চ প্রথম রোগী শনাক্ত হওয়ার পর থেকে এ পর্যন্ত শনাক্তের হার ছিল ১৬ দশমিক শূন্য ৩২ শতাংশ। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ১৫ হাজার ৪৮২ জন। এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১১ লাখ ৮ হাজার ৭৪৮ জনে। ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৮৬ দশমিক ৬০ শতাংশ। গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ২৪৬ জনের মধ্যে বয়সের হিসাবে শূন্য থেকে ১০ বছর বয়সী দুজন, দশোর্ধ্ব একজন, বিশোর্ধ্ব চারজন, ত্রিশোর্ধ্ব ১৩ জন, চল্লিশোর্ধ্ব ৩৩ জন, পঞ্চাশোর্ধ্ব ৭১ জন, ষাটোর্ধ্ব ৭১ জন, সত্তরোর্ধ্ব ৩২ জন, আশি-উর্ধ্ব ১৬ জন এবং নব্বই বছরের বেশি বয়সী তিনজন মারা যান। বিভাগওয়ারী হিসাবে দেখা গেছে, ঢাকা বিভাগে ৭৬, চট্টগ্রামে ৬৪ , রাজশাহীতে ২২, খুলনায় ৩০, বরিশালে ১৬, সিলেটে ১৪, রংপুরে ১৪ এবং ময়মনসিংহ বিভাগে ১০ জন মারা গেছেন। দেশে করোনা প্রথম শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। এর ১০ দিন পর ভাইরাসটিতে একজনের মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদফতর।

সর্বশেষ খবর