মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১ ০০:০০ টা
কৃষি

নড়াইলে শসা চাষে বিপ্লব

নড়াইল প্রতিনিধি

নড়াইলে শসা চাষে বিপ্লব

নড়াইলে শসা চাষে বিপ্লব ঘটছে। প্রতি বছরই এর পরিধি বাড়ছে। শসা চাষ করে সাড়ে ৩ হাজার পরিবার ভাগ্য বদল করেছে। জেলার চাহিদা মিটিয়ে এখানকার শসা খুলনা, যশোর, রাজশাহী এবং ঢাকায় পাঠানো হচ্ছে। কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, এ বছর জেলায় ১৫০ হেক্টর জমিতে শসা চাষ হয়েছে। যা গত বছরের চেয়ে ১০ হেক্টর বেশি। নড়াইল সদরের শোভারঘোপ, বড়গাতি, চুনখোলা, তারাপুর, বিছালী, চাকই, আড়পাড়া, মির্জাপুর, মধুরগাতি, বিড়গ্রাম, মুশুরি, কলোড়া, আগদিয়া, ভদ্রবিলা, মিরাপাড়া ও পাইকাড়া গ্রামে প্রধানত বাণিজ্যিক ভিত্তিতে শসা চাষ হয়। সদরের সিঙ্গাশোলপুর ইউনিয়নের চুনখোলা গ্রামের ভূমিহীন জাহান্দার বিশ্বাস জানান, দীর্ঘ ১১ বছর ধরে ১ একর জমিতে শসা চাষ করছেন। এ কাজে তার স্ত্রী রূপালী বেগমও সহায়তা করে থাকেন। লাভের টাকা দিয়ে তিনি ১৫ শতক জমি কিনে বসতঘর করেছেন। প্রতি বছর তিনি প্রায় ১ লাখ টাকা ঘরে তোলেন।  বড়গাতি গ্রামের প্রান্তিক চাষি প্রদীপ বিশ্বাস বলেন, তিনি ৮ বছর ধরে ৬০ শতক জমি লিজ নিয়ে শসা চাষ করছেন।

বছরে খরচ বাদে ৫০-৬০ হাজার টাকা ঘরে তোলেন। একই গ্রামের প্রান্তিক চাষি ভুবন বিশ্বাস জানান, ছয় বছর ধরে ৫০ শতক জমি বর্গা নিয়ে শসা চাষ করছেন। প্রতি বছর প্রায় ৪০-৪৫ হাজার টাকা লাভ করেন। বর্তমানে বাজারে প্রতি মণ শসা ৫০০-৬০০ টাকা বিক্রি হচ্ছে। তবে আগে ৮০০-৯০০ টাকায় বিক্রি হয়েছে। জেলার চাহিদা মিটিয়ে প্রতিদিন ট্রাকযোগে শসা যশোর, খুলনা, রাজশাহী, ঢাকাসহ বিভিন্ন জেলায় যাচ্ছে। তবে করোনার কারণে পরিবহনে একটু সমস্যা হচ্ছে বলে জানিয়েছেন চাষিরা।

নড়াইল কৃষি অধিদফতরের উপ-পরিচালক দীপক কুমার রায় বলেন, এখানকার মাটি ও জমি শসা চাষের উপযোগী। তাই প্রতি বছরই চাষাবাদ বাড়ছে। সমন্বিত পদ্ধতির মাধ্যমে প্রায় সারা বছরই শসার চাষ সম্ভব।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর