বৃহস্পতিবার, ৫ আগস্ট, ২০২১ ০০:০০ টা
অষ্টম কলাম

কিশোরী নিজেই ঠেকাল বাল্যবিয়ে

সুনামগঞ্জ প্রতিনিধি

১৮ বছর পূর্ণ হওয়ার আগে বিয়ের আয়োজন করায় অষ্টম শ্রেণিতে পড়ুয়া এক কিশোরী (১৪) বান্ধবীর সহযোগিতায় নিজের বাল্যবিয়ে ঠেকিয়েছে। কিশোরীর বান্ধবী ও তার বড় বোন বাল্যবিয়ের খবরটি স্থানীয় এক সাংবাদিককে জানান। সাংবাদিক বিষয়টি উপজেলা প্রশাসনকে জানালে বাল্যবিয়ের আয়োজনটি বন্ধ হয়।

গত মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটেছে নেত্রকোনার  মোহনগঞ্জ উপজেলার বড়তলী বানিয়াহারী ইউনিয়নের একটি গ্রামে। এলাকাবাসী, পুলিশ ও উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাত ১২টায় বড়তলী বানিয়াহারী ইউনিয়নের অষ্টম শ্রেণির ওই ছাত্রীর সঙ্গে একই গ্রামের এক তরুণের (২১) বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু ওই দিন সন্ধ্যা  ৬টার দিকে স্থানীয় এক সাংবাদিকের কাছ থেকে বাল্যবিয়ের খবর জানার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মুখলেছুর রহমানকে এ বিয়ে বন্ধ করতে বলেন। এরপর ইউপি  চেয়ারম্যানের নির্দেশে স্থানীয় এক ইউপি সদস্য সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিয়ে বন্ধ করতে কনের বাড়িতে যান। কিন্তু কনের বাবা ইউপি সদস্যের নির্দেশে তার  মেয়ের বিয়ে বন্ধ করতে এবং মুচলেকা দিতেও রাজি হননি। এ অবস্থায় মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলামকে ঘটনাটি জানান ওই ইউপি সদস্য। এরপর রাত সাড়ে ৮টার দিকে পুলিশের একটি দল ওই গ্রামে যায়। কিন্তু বর ও কনের মা-বাবাসহ দুই পক্ষের কাউকেই বাড়িতে না পেয়ে পুলিশ সেখান থেকে চলে আসে। থানা-পুলিশ আসছে- এমন খবর পেয়ে নিজ নিজ বাড়ি থেকে বর ও কনের মা-বাবাসহ তাদের স্বজনরা সটকে পড়েন বলে জানা গেছে।  মোহনগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সানোয়ার  হোসেন বলেন, ‘ওই গ্রামে গিয়ে বর ও কনের বাড়িতে কাউকে না পেয়ে আমরা চলে এসেছি। তবে স্থানীয়  লোকজনকে বলে এসেছি, বিয়ে হলে সঙ্গে সঙ্গে যেন পুলিশকে খবরটি জানানো হয়।’ ইউএনও আরিফুজ্জামান বলেন, অন্য কোথাও পালিয়ে গিয়ে বিয়ে সম্পন্ন করার চেষ্টা করলে, এর আয়োজনের সঙ্গে জড়িত সবার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা      নেওয়া হবে।

সর্বশেষ খবর