বৃহস্পতিবার, ৫ আগস্ট, ২০২১ ০০:০০ টা
প্রকৃতি

শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির চারটি বন্যপ্রাণী উদ্ধার

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির চারটি বন্যপ্রাণী উদ্ধার

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির চারটি বন্যপ্রাণী উদ্ধার করা হয়েছে। এগুলোর ২টি বাস ভাল্লুক, ১টি খাটো লেজি বানর ও ১টি হিমালয়ান শকুন। গতকাল বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ এবং র‌্যাব-৯ এর যৌথ অভিযানে শহরের জালালিয়া সড়কের শ্রীমঙ্গল বার্ড পার্ক অ্যান্ড বিডিং সেন্টার থেকে প্রাণীগুলো উদ্ধার করা হয়। দুর্লভ এই প্রাণীগুলো ওই বার্ড পার্কে খাঁচায় বন্দী করে রাখা হয়েছিল। প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা   শহীদুল ইসলাম বলেন, ‘এই চারটি প্রাণীই খুব দুর্লভ প্রজাতির। আমরা এগুলো উদ্ধার করে এনে জানকিছড়া রেসকিউ সেন্টারে রেখেছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহকারী বন সংরক্ষক শ্যামল কুমার মিত্র বলেন, ‘উদ্ধার হওয়া প্রাণীগুলোর মধ্য খাটো লেজি বানর আমাদের দেশে বিলুপ্তির পথে। এ ছাড়া সাদা শকুনটি ও বাস ভাল্লুকও বিরল প্রজাতির। এই প্রাণীগুলো অবৈধভাবে খাঁচায় বন্দী করে রাখার অপরাধে বার্ড পার্কের মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’ প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী বলেন, দেশের যে বনাঞ্চলে এই প্রাণীদের বসবাস রয়েছে উদ্ধার করা প্রাণীদের সেখানেই ছাড়া হবে।

সর্বশেষ খবর