শনিবার, ৭ আগস্ট, ২০২১ ০০:০০ টা
বজ্রপাতে ১৭ বরযাত্রী নিহত

লাশ চুরির আশঙ্কায় ছয় কবর ঢালাই

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার সময় বজ্রপাতে ১৭ জনের মৃত্যুর পর লাশ চুরির আশঙ্কায় বাড়ির সামনে দেওয়া ছয় জনের কবর পাকা (ঢালাই) করে বাঁধিয়ে  দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, গত রবিবার সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের সূর্যনারায়ণপুর গ্রামের শরিফুল ইসলাম পাতুর ছেলে আল-মামুনের বিয়ে হয় পার্শ্ববর্তী শিবগঞ্জ উপজেলার পাঁকাগ্রামে। এরপর বুধবার দুপুরে শরিফুল ইসলাম পাতু আত্মীয়স্বজন নিয়ে নৌকাযোগে ছেলের বউ আনার জন্য পাঁকাগ্রামে যাচ্ছিলেন। এমন সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত ঘটলে ঘটনাস্থলেই বর আল-মামুনের পিতা শরিফুল ইসলাম পাতুসহ ১৭ জন নিহত এবং ১৩ জন আহত হন। তাদের মধ্যে বর আল-মামুনের নানা তোবজুল ইসলাম, নানি জমিলা খাতুন, মামা সাদিকুল ইসলাম, মামি টুকিয়ারা, খালা ল্যাচন বিবি এবং মামাতো ভাই বাবলুর লাশ বাড়ির সামনে পাশাপাশি কবর দেওয়া হয়। পরে লাশ চুরি হয়ে যেতে পারে এমন আশংকায় গত বৃহস্পতিবার সন্ধ্যায় কবরগুলো একসঙ্গে পাকা করে বেঁধে দেওয়া হয়। এ ব্যাপারে নারায়ণপুর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মমিন শরিফ জানান, সরকারের অনুদানের পাশাপাশি বজ্রপাতে নিহতদের লাশগুলো চুরির আশংকায় কবর বেঁধে দেওয়ার জন্য ইউনিয়ন পরিষদ থেকে অর্থ সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর