শনিবার, ৭ আগস্ট, ২০২১ ০০:০০ টা
ভ্যানগার্ডের ঘোষণা

টিকা নিলে যুক্তরাষ্ট্রের প্রত্যেক কর্মী পাবেন হাজার ডলার

প্রতিদিন ডেস্ক

বিশ্বের শীর্ষস্থানীয় বিনিয়োগ প্রতিষ্ঠান ‘ভ্যানগার্ড’ ঘোষণা দিয়েছে, টিকা নিলে যুক্তরাষ্ট্রে তাদের প্রত্যেক কর্মীকে ১ হাজার ডলার করে দেওয়া হবে। আগামী অক্টোবর মাস পর্যন্ত প্রতিষ্ঠানটির কর্মীরা এই সুবিধা পাবেন। এই ঘোষণা দেওয়ার আগে যদি কেউ টিকা নিয়ে থাকেন, তাহলে উপযুক্ত তথ্য-প্রমাণ সাপেক্ষে তারাও সুবিধা নিতে পারবেন। সূত্র : বিবিসি

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের ডেল্টা ধরনের সংক্রমণ বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে এই ঘোষণা দিল পেনসিলভেনিয়াভিত্তিক বিনিয়োগ প্রতিষ্ঠানটি। এর আগে মাইক্রোসফট ও গুগল কর্মীদের টিকা নেওয়া বাধ্যতামূলক করে। অপরদিকে ওয়ালমার্ট ও উবার তাদের ব্যবস্থাপকদের টিকা নেওয়া বাধ্যতামূলক করলেও মাঠকর্মীদের কোনো নির্দেশনা দেওয়া হয়নি। অপরদিকে টেক জায়ান্ট অ্যামাজন ও অ্যাপল কর্মীদের টিকা নেওয়ার বিষয়ে কোনো সুনির্দিষ্ট নিয়ম চালু করেনি। যুক্তরাষ্ট্রে ভ্যানগার্ডের ১৬ হাজার ৫০০ কর্মী রয়েছে। প্রতিষ্ঠানটি বলছে, করোনাভাইরাসের সংক্রমণ রোধে টিকাদান সর্বোত্তম পন্থা। এ কারণে নিজস্ব কর্মীদের টিকাদানে উদ্বুদ্ধ করতে সর্বোচ্চ চেষ্টা করেছে তারা। প্রতিষ্ঠানটির একজন মুখপাত্র বলেন, যেসব কর্মী টিকা নেওয়ার প্রমাণ দেখাবেন, তাদের জন্য প্রণোদনার সুবিধা রাখা হয়েছে। টিকা নেওয়ার মাধ্যমে নিজেকে এবং প্রতিষ্ঠানের সবাইকে ভাইরাস থেকে সুরক্ষিত রাখার স্বীকৃতিস্বরূপ এই প্রণোদনা দেওয়া হচ্ছে।

সর্বশেষ খবর