সোমবার, ৯ আগস্ট, ২০২১ ০০:০০ টা
ছেলের সংবাদ সম্মেলনে বিচার দাবি

দুই পা কেটে বিচ্ছিন্ন করে দেওয়া শিল্পপতির অবস্থা আশঙ্কাজনক

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

ভালুকায় পূর্বপরিকল্পিতভাবে কুপিয়ে শিল্পপতি আবদুুর রাজ্জাকের দুই পা দেহ থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে সন্ত্রাসীরা। তিনি এখন হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন। চিকিৎসকরা বলছেন, তার অবস্থা আশঙ্কাজনক।

এ বিষয়ে গতকাল সংবাদ সম্মেলন করে ওই শিল্পপতির ছেলে তৌফিকুর রাজ্জাক লিখিত বক্তব্যে বলেন, ধোপাজান খাল উদ্ধারের আবেদন করাটাই আমার বাবার জন্য ‘কাল’ হয়েছে। খালটি জসিম পাঠান অবৈধভাবে দখল করে রাখায় উজানের পানিসহ আমাদের মিলের বর্জ্য ও পানি নিষ্কাশনে চরম প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছিল। আমার বাবা সরকারি ধোপাজান খাল ও আমাদের কিছু জমির অবৈধ দখল ছেড়ে দিতে বলায় জসিম পাঠানের সঙ্গে বাবার বিরোধের সৃষ্টি হয়। পরে স্থানীয় বাসিন্দা মজিব হোসেন ও বিল্লাল হোসেন উপজেলা সহকারী কমিশনার  ভূমি বরাবর খালটি উদ্ধারের জন্য একটি আবেদন করেন। এর পরই গত ১৪ জুলাই প্রতিপক্ষের সন্ত্রাসীরা কুপিয়ে বাবার দুই পা দেহ থেকে বিচ্ছিন্ন করে দেয়। এ ঘটনায় পুুলিশ ও র‌্যাব অভিযান চালিয়ে সাত আসামিকে গ্রেফতার করে। তারা এখন জেল হাজতে রয়েছে। সংবাদ সম্মেলনে ঘটনার সুষ্ঠু বিচার এবং সব আসামিকে আইনের আওয়তায় আনার দাবি করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর