সোমবার, ৯ আগস্ট, ২০২১ ০০:০০ টা

বুধবার থেকে ভার্চুয়ালি চলবে হাই কোর্টের সব বেঞ্চ

নিজস্ব প্রতিবেদক

বিধিনিষেধ শিথিল করায় আগামী বুধবার থেকে ভার্চুয়াল পদ্ধতিতে হাই কোর্টের সব বেঞ্চে বিচার কার্যক্রম পরিচালিত হবে। গতকাল প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের আদেশক্রমে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১১ আগস্ট ‘আদালত কর্তৃক তথ্যপ্রযুক্তি ব্যবহার আইন, ২০২০’ ও এ সংক্রান্ত জারি করা প্র্যাকটিস ডাইরেকশন অনুসরণ করে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাই কোর্ট বিভাগের সব বেঞ্চে বিচারিক কার্যক্রম পরিচালিত হবে। এর আগে গত ৫ জুলাই ফুলকোর্ট সভায় সর্বসম্মতিক্রমে বিধিনিষেধ শিথিল সাপেক্ষে হাই কোর্টের সব বেঞ্চ খুলে দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছিল। গত ঈদুল আজহার পর করোনাভাইরাসের সংক্রমণ রোধে ২৩ জুলাই থেকে সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধ (লকডাউন) শুরু হলে আপিল বিভাগে বিচারকাজ বন্ধ রাখা হয়। তবে এ সময় জরুরি বিষয় শুনানি হাই কোর্ট বিভাগে তিনটি বেঞ্চ সীমিত আকারে চলে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর