মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১ ০০:০০ টা

এ বছরই ভিয়েতনামকে পেছনে ফেলব

সিদ্দিকুর রহমান

এ বছরই ভিয়েতনামকে পেছনে ফেলব

তৈরি পোশাক পণ্য রপ্তানিতে প্রতিযোগী দেশ ভিয়েতনামকে চলতি বছরই বাংলাদেশ আবারও পেছনে ফেলবে বলে মনে করেন বিজিএমইএর সাবেক সভাপতি মো. সিদ্দিকুর রহমান। পোশাকশিল্প মালিকদের এই নেতা বলেন- গত বছর এপ্রিলে লকডাউনের কারণে তখন বাংলাদেশ কোনো পোশাক পণ্য রপ্তানি করতে পারেনি। ফলে রপ্তানি ব্যবধান তৈরি হয়েছে। আরেকটি বিষয় হলো- ভিয়েতনামের     পোশাকশিল্প মালিকরা বিদেশি। তারা মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে বেশ কিছু রপ্তানি সুবিধা পায়। এই সুবিধার কারণেও ভিয়েতনামের রপ্তানি বাড়ছে। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি-বিজিএমইএর সাবেক সভাপতি মো. সিদ্দিকুর রহমান। তিনি বলেন, পোশাক রপ্তানিতে বাংলাদেশের কাছের প্রতিদ্ব›দ্বী দেশ ভিয়েতনাম। কয়েক বছর ধরেই তালিকায় দেশটির ওপরে অবস্থান করছিল বাংলাদেশ। তবে এবার বাংলাদেশকে পেছনে ফেলে বিশ্বের শীর্ষ তৈরি পোশাক রপ্তানিকারক দেশগুলোর মধ্যে দ্বিতীয় স্থানে উঠে এসেছে ভিয়েতনাম। ভিয়েতনামের পেছনে পড়ার কারণ হিসেবে রয়েছে, করোনার কারণে গত বছর প্রায় এক মাস কারখানা বন্ধ ছিল। এ সময় বিপুল পরিমাণ ক্রয়াদেশ বাতিল হয়। দীর্ঘদিন বন্ধ থাকার পর কারখানা খুললেও ক্রয়াদেশ কম ছিল। বিজিএমইএর সাবেক সভাপতি বলেন, লকডাউনে পোশাকশিল্প ঝুঁকিতে পড়েছে। ফলে বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) পরিসংখ্যানেও সেই চিত্র উঠে এসেছে। পরিসংখ্যানে আমরা দেখছি, বর্তমানে বৈশ্বিক তৈরি পোশাকের বাজারে ৬ দশমিক ৪ শতাংশ হিস্যা ভিয়েতনামের দখলে। আর বাংলাদেশের হাতে রয়েছে ৬ দশমিক ৩ শতাংশ। গত বছর ভিয়েতনাম ২ হাজার ৯০০ কোটি, আর বাংলাদেশ ২ হাজার ৮০০ কোটি মার্কিন ডলারের পোশাক রপ্তানি করেছে। গত ১০ বছরে তৈরি পোশাক রপ্তানিতে ভিয়েতনাম গড়ে ১১ শতাংশ ও বাংলাদেশ ৭ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করে।

ব্যবসায়ী-শিল্পপতিদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন-এফবিসিসিআইর সাবেক এই সহসভাপতি বলেন, ভিয়েতনামের চেয়ে বাংলাদেশ পিছিয়ে পড়বে, সেটিই স্বাভাবিক। আমাদের দীর্ঘমেয়াদি কোনো পরিকল্পনা না থাকাই এ জন্য দায়ী। আবারও দ্বিতীয় স্থানে ফিরতে হলে বেশি দামের পোশাক উৎপাদনে যেতে হবে, যা ইতিমধ্যে কিছু উদ্যোক্তা শুরু করছেন। তবে দ্রুত এগোতে হলে সংযোগশিল্প, বিশেষ করে কৃত্রিম তন্তুর কাপড় উৎপাদনে বিপুল বিনিয়োগ লাগবে। এ জন্য চীনসহ বিদেশি বিনিয়োগকারীদের আমন্ত্রণ জানাতে হবে।

সর্বশেষ খবর