মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১ ০০:০০ টা

কবরের দুর্দশা দেখে কান্নায় ভেঙে পড়লেন শামীম ওসমান

নারায়ণগঞ্জ প্রতিনিধি

কবরের দুর্দশা দেখে কান্নায় ভেঙে পড়লেন শামীম ওসমান

পূর্বপুরুষদের কবর আর কয়েকজন মুক্তিযোদ্ধার কবরের হতদশা দেখে কান্নায় ভেঙে পড়েছেন সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান। তিনি গতকাল দুপুরে মাসদাইর কবরস্থানে গিয়েছিলেন জিয়ারতের জন্য। সেখানে দেখলেন ওই কবরগুলো পাশের শ্মশান থেকে আনা লাশ পোড়ানো মাটিতে ঢেকে দেওয়া হয়েছে। এ অবহেলায় তিনি মর্মাহত। মাসদাইর কবরস্থানের রক্ষণাবেক্ষণ করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক)। এখানে চিরনিদ্রায় শায়িত আছেন শামীম ওসমানের দাদা খান সাহেব এম. ওসমান আলী, দাদি জামিলা ওসমান, বাবা এ কে এম শামসুদ্দোহা, মা নাগিনা জোহা, বড় ভাই নাসিম ওসমান। এদের কবর আর কয়েকজন মুক্তিযোদ্ধা এবং সাধারণ নাগরিকের কবরের ওপর এখন তিন ফুট উঁচু মাটি যা শ্মশান থেকে এনে ফেলা হয়েছে। শামীম ওসমান সাংবাদিকদের জানান, তিনি ২৭ জুলাই মেয়র আইভীর মা-বাবার কবর জিয়ারত করেছিলেন এখানে। তখন কোনো অস্বাভাবিকতা পাননি। এখন দেখলেন। তিনি বলেন, ‘এটা মানুষের কাজ না। এটা ইবলিশের কাজ।’ কবরগুলোর পূর্বাবস্থা ২৪ ঘণ্টার মধ্যে ফিরিয়ে আনার দাবি জানিয়ে শামীম ওসমান বলেন, শ্মশানের মাটি কবরে এনে ফেলাটা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চক্রান্ত। তিনি বলেন, ‘আল্লাহর কসম লাগে আমার আর ধৈর্য পরীক্ষা নেবেন না।’

সর্বশেষ খবর