বুধবার, ১১ আগস্ট, ২০২১ ০০:০০ টা

কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানতে হবে

-ডা. এ বি এম আবদুল্লাহ

কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানতে হবে

প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ও ইউজিসি অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ বলেছেন, করোনার সংক্রমণ ও মৃত্যু হার ঊর্ধ্বমুখী। এর মধ্যে বিধিনিষেধ তুলে দেওয়া হয়েছে। এখন সর্বোচ্চ সতর্কতা বজায় রাখতে হবে। গণপরিবহনে ভিড়, গাদাগাদি করা যাবে না। করোনা ঠেকাতে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানতে হবে। তিনি গতকাল বাংলাদেশ প্রতিদিনকে বলেন, করোনার সব ভ্যারিয়েন্ট থেকে সুরক্ষা  দিতে পারে মাস্ক। করোনার শুরু থেকে যে স্বাস্থ্যবিধি শেখানো হচ্ছে তা ব্যবহার করতে হবে। হাত না ধুয়ে নাকে-মুখে দেওয়া যাবে না। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত। বেশ কিছুদিন ধরে দুই শর বেশি মানুষ মারা যাচ্ছে। পরিস্থিতি মোটেই সুখকর নয়। করোনার কারণে লাখো মানুষের জীবন-জীবিকা ব্যাহত হচ্ছে। নিম্নবিত্ত মানুষের দুর্ভোগের শেষ নেই। তাই সামর্থ্য থাকলে তাদের সহযোগিতায় এগিয়ে আসতে হবে। সবাইকে নিয়ে বাঁচতে হবে, নিরাপদে থাকতে হবে।

ডা এ বি এম আবদুল্লাহ আরও বলেন, করোনার উপসর্গ দেখা গেলে আরটিপিসিআর কিংবা অ্যান্টিজেন্ট টেস্ট করতে হবে। জ্বর, কাশি নিয়ে বাইরে বেরোনো যাবে না। নিজের, পরিবারের এবং চারপাশের মানুষের সুরক্ষার কথা চিন্তা করতে হবে। দেশে গণটিকাদান শুরু হয়েছে। পর্যাপ্ত টিকা সরকারের হাতে এসেছে। ২৫ বছরে নামিয়ে আনা হয়েছে টিকা নেওয়ার বয়সসীমা। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দেওয়া হচ্ছে করোনার টিকা। গণটিকা ক্যাম্পেইনে মানুষের ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। টিকা নিলে করোনার ঝুঁকি ও জটিলতা দুটোই কমবে।

সর্বশেষ খবর