বুধবার, ১১ আগস্ট, ২০২১ ০০:০০ টা

দ্রুত টিকা নিশ্চিত করা জরুরি

-ডা. মুশতাক হোসেন

দ্রুত টিকা নিশ্চিত করা জরুরি

জনস্বাস্থ্যবিদ এবং রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান- আইইডিসিআরের উপদেষ্টা ডা. মুশতাক হোসেন বলেছেন, করোনা সংক্রমণে দেশে সামগ্রিক ঝুঁকি রয়েছে। মানুষ থেকে মানুষে সংক্রমণের ঝুঁকি রয়েছে। এজন্য স্বাস্থ্যবিধি মানার পাশাপাশি দ্রুত টিকা নিশ্চিত করতে হবে। টিকা নিতে মানুষের আগ্রহে কমতি নেই। টিকার ধারাবাহিক প্রাপ্যতা নিশ্চিত করতে হবে।গতকাল তিনি বাংলাদেশ প্রতিদিনকে  বলেন, করোনা শনাক্তে আরটিপিসিআর টেস্টের পাশাপাশি অ্যান্টিজেন্ট টেস্ট জিনএক্সপার্ট মেশিনেও কাজ চলছে। এজন্য জ্বরসহ বিভিন্ন উপসর্গ দেখা দিলে দ্রুত টেস্ট করতে হবে। রোগী শনাক্ত হলে হাসপাতাল ব্যবস্থাপনায় নিতে হবে। বাড়িতে থেকে চিকিৎসা নেওয়া রোগীদের পরামর্শ এবং নিয়মিত তদারকির ব্যবস্থা করতে হবে। জনগণকে সুস্থ থাকতে সচেতন হতে হবে। ভিড় এড়িয়ে চলতে হবে। অকারণে বাইরে বেরোনো যাবে না। মাস্ক পরতে হবে। বদ্ধ জায়গায় বেশি মানুষ জমায়েত হওয়া যাবে না। ডা. মুশতাক হোসেন বলেন, টিকা কেন্দ্রগুলোয় উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে। এখানে শৃঙ্খলা আনতে হবে।

এভাবে ভিড় করলে করোনা সংক্রমণ এখান থেকে ছড়ানোর শঙ্কা তৈরি হবে। মৃত্যুহার এখনো ঊর্ধ্বমুখী। এজন্য সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে হবে। টিকাদান দ্রুত করতে হবে। টিকা নিশ্চিত করতে পারলে মৃত্যুঝুঁকি কমানো যাবে।

সর্বশেষ খবর