বুধবার, ১১ আগস্ট, ২০২১ ০০:০০ টা

জেলের জালে বিশাল মাছ

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

জেলের জালে বিশাল মাছ

বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়েছে ৮০ কেজি ওজনের বিরল প্রজাতির ‘পাখি মাছ’। মাছটির পিঠে পাখনা থাকায় জেলেরা একে পাখি মাছ বা গোলপাতা মাছ বলেন। তবে পাথরঘাটার উপকূলীয় অঞ্চলে পাখি মাছ হিসেবেই বেশি পরিচিত। মাছটি লম্বায় ১০ ফুট। এর বৈজ্ঞানিক সেইল-ফিশ (Sail-Fish)। গতকাল সকালে পাথরঘাটায় দেশের বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্র বিএফডিসি ঘাটে আবদুল মন্নানের মালিকানাধীন এফবি মা-মণি ট্রলারের জেলেরা মাছটি নিয়ে আসেন। মাছটি দেখার জন্য ঘাটে উৎসুক মানুষ ভিড় জমান। ২ মণ ওজনের এ মাছটি ৪ হাজার ২০০ টাকা মণ হিসেবে ৮ হাজার ৪০০ টাকায় কিনে নিয়েছেন পাইকার মো. জাকির হোসেন। এফবি মা-মণি ট্রলারের মাঝি জাফর মিয়া বলেন, ‘মাছটি প্রায় ১০ ফুট লম্বা। আমাদের জালে প্রায় ১২ মণ মাছ ধরা পড়েছে। একটি মাছের ওজন ২ মণ হওয়ায় দুজনেও মাছটি ওঠাতে পারেননি।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর