বুধবার, ১১ আগস্ট, ২০২১ ০০:০০ টা

মিতু হত্যায় বাবুলের জামিন নামঞ্জুর

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যার অভিযোগে গ্রেফতার হওয়া সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের জামিন আবেদন নামঞ্জুর করেছে আদালত। একই সঙ্গে এ মামলায় গ্রেফতার হওয়া দুই আসামি মোতালেব                মিয়া ওরফে ওয়াসিম ও আনোয়ার হোসেনের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। মঙ্গলবার জামিন আবেদন এবং রিমান্ড শুনানি শেষে এ দুই আদেশ দেয় চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হোসেন রেজার ভার্চুয়াল আদালত। আদালত সূত্রে জানা যায়, মিতু হত্যা মামলার অন্যতম আসামি মোতালেব মিয়া ওরফে ওয়াসিম ও আনোয়ার হোসেনকে জিজ্ঞাসাবাদ করার জন্য সাত দিনের রিমান্ড আবেদন করে মামলার তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। মঙ্গলবার রিমান্ড শুনানি হয়। শুনানি শেষে তাদের তিন দিন করে জিজ্ঞাসাবাদের আদেশ দেয় চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হোসেন রেজার ভার্চুয়াল আদালত। তদন্ত কর্মকর্তা পিবিআইর পরিদর্শক সন্তোষ কুমার চাকমা বলেন, মিতু হত্যা মামলার দুই আসামি ওয়াসিম ও আনোয়ারের রিমান্ড আবেদন করে পিবিআই। শুনানি শেষে প্রত্যেক জনের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করে আদালত। আগামী সপ্তাহে তাদের জিজ্ঞাসাবাদের জন্য পিবিআইতে আনা হবে। বাবুল আক্তারের জামিন নামঞ্জুর : স্ত্রী হত্যার দায়ে গ্রেফতারকৃত সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের জামিন আবেদন নামঞ্জুর করেছে আদালত। গতকাল চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হোসেন রেজার ভার্চুয়াল আদালতে জামিন আবেদন করেন বাবুলের আইনজীবীরা। শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করে আদালত। নগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) কাজী শাহাবুদ্দিন আহমেদ বলেন, বাবুল আক্তারের জামিনের জন্য আবেদন করেন আইনজীবীরা। রাষ্ট্রপক্ষ এ আবেদনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নাকচ করে।

প্রসঙ্গত, ২০১৬ সালের ৫ জুন নগরীর জিইসির মোড় এলাকায় ছেলেকে স্কুল বাসে তুলে দিতে যাওয়ার পথে খুন হন সাবেক এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু। এ ঘটনায় বাবুল আক্তার বাদী হয়ে নগরীর পাঁচলাইশ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। খুনের পাঁচ বছর পর পিবিআইর তদন্তে এ খুনের সঙ্গে বাবুল আক্তারের  সংশ্লিষ্টতা পায়। পরে পুরনো মামলার চূড়ান্ত প্রতিবেদন দিয়ে নতুন করে মামলা দায়ের করা হয়। যাতে আসামি করা হয় বাবুল আক্তারসহ আটজনকে। ওই মামলায় গ্রেফতার হয়ে বাবুল বর্তমানে কারাগারে রয়েছেন।

সর্বশেষ খবর