বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১ ০০:০০ টা

বিশ্বজিৎ হত্যার সাজাপ্রাপ্ত আসামি ইমরান গ্রেফতার

ফরিদপুর প্রতিনিধি

দেশব্যাপী আলোচিত বিশ্বজিৎ দাশ হত্যার অন্যতম আসামি ইমরান হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে জেলার সদরপুর উপজেলার চরবিষ্ণুপুর এলাকা থেকে সদরপুর থানা পুলিশ তাকে গ্রেফতার করে। সদরপুর থানার ওসি সুব্রত গোলদার জানান, বিশ্বজিৎ হত্যার অন্যতম সাজাপ্রাপ্ত পলাতক আসামি ইমরান এলাকায় আত্মগোপন করে আছেন এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় রাত সাড়ে ১০টার দিকে ইমরানকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ইমরানকে সকালে ফরিদপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়। পরে আদালতের মাধ্যমে তাকে ঢাকার সূত্রাপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে। ইমরান ফরিদপুরের সদরপুর উপজেলার চরচাঁদপুর গ্রামের আবদুল জলিলের পুত্র।

২০১২ সালের ৯ ডিসেম্বর বিরোধী দলের অবরোধ চলাকালে ঢাকার বাহাদুর শাহ পার্কের কাছে দোকান কর্মচারী বিশ্বজিৎ দাশকে বিএনপির কর্মী ভেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ কর্মীরা নির্মমভাবে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে। ২০১৩ সালের ৮ ডিসেম্বর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিশ্বজিৎ হত্যার দায়ে ছাত্রলীগকর্মী ইমরানসহ ৮ জনের মৃত্যুদন্ড ও ১৩ জনকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করা হয়। মামলার রায়ের পর থেকেই ইমরান হোসেন পলাতক ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর