বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১ ০০:০০ টা

৩৩৩ বছরে প্রথম নারী গভর্নর নিউইয়র্কে

লাবলু আনসার, যুক্তরাষ্ট্র

৩৩৩ বছরে প্রথম নারী গভর্নর নিউইয়র্কে

নারী নেতৃত্ব পাচ্ছে ৩৩৩ বছরের পুরনো নিউইয়র্ক স্টেট। যৌন কেলেঙ্কারির দায় নিয়ে স্টেট গভর্নর (ডেমোক্র্যাট) অ্যান্ড্রু ক্যুমো পদত্যাগের ঘোষণা দেওয়ায় লে. গভর্নর ক্যাথি হোচুল গভর্নরের দায়িত্বে অধিষ্ঠিত হবেন আগামী ২৪ আগস্ট এবং তিনি হবেন ৫৪ হাজার ৫৫৬ বর্গমাইলে ২ কোটি মানুষের বসতিওয়ালা স্টেট নিউইয়র্কের ৫৭তম গভর্নর।

করোনা পরিস্থিতি বিচক্ষণতার সঙ্গে মোকাবিলার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের ৫০ গভর্নরের মধ্যে সেরা একজন হিসেবে পরিচিতি পাওয়ার অহংকারী এই গভর্নরের (অ্যান্ড্রু ক্যুমো) এমনভাবে পতনে রাজনৈতিক অঙ্গনে আলোচনার ঝড় বইছে। গত বছরের শেষার্ধে তার বিরুদ্ধে ডজনখানেক নারী কর্তৃক যৌন হামলার অভিযোগ উঠলেও তিনি তা অস্বীকার করে আসছিলেন। এসব অভিযোগের তদন্ত চালান স্টেটের অ্যাটর্নি জেনারেল (ডেমোক্র্যাট) লেটিশা জেমস। তিনি প্রায় ২০০ জনের সাক্ষ্য গ্রহণের পর গত সপ্তাহে ক্যুমোর বিরুদ্ধে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেছেন। এরপরই প্রেসিডেন্ট জো বাইডেনও নিউইয়র্কের এই গভর্নরকে পদত্যাগের আহ্বান জানান। ডেমোক্র্যাটিক পার্টির সর্বস্তরের নীতিনির্ধারকরাও একই আহ্বান জানাচ্ছিলেন। এমনি অবস্থায় ১০ আগস্ট তিনি পদত্যাগের সিদ্ধান্ত জানান। সেটি কার্যকর হবে ২৪ আগস্ট। স্টেট গভর্নর ক্যুমো এ সময়ও বলেছেন যে, অযাচিতভাবে কাউকে তিনি স্পর্শ করেননি। তিনি রাজনৈতিক ষড়যন্ত্রের ভিকটিম। এদিকে লে. গভর্নর ক্যাথি গণমাধ্যমে বলেছেন, তিনি প্রশাসন পরিচালনায় সক্ষম। নাগরিকদের সার্বিক কল্যাণ এবং এই স্টেটের উন্নয়নে চলমান সব কর্মসূচি অব্যাহত থাকবে। গভর্নর ক্যুমোর পদত্যাগের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে গত সাত বছর ধরে ক্যুমোর রানিংমেট হিসেবে দায়িত্ব পালনকারী ক্যাথি বলেছেন, এটি খুবই সঠিক সিদ্ধান্ত হয়েছে নিউইয়র্কের অধিবাসীদের বৃহত্তর স্বার্থে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর