শুক্রবার, ১৩ আগস্ট, ২০২১ ০০:০০ টা

পরীমণি-হেলেনাকে জিজ্ঞাসাবাদ

রাতে মিশু জিসানকে হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক

আইপি টিভির নামে বিভিন্ন স্থানে চাঁদাবাজির অভিযোগ বিষয়ে হেলেনা জাহাঙ্গীরকে গতকাল দিনভর জিজ্ঞাসাবাদ করেছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কর্মকর্তারা। এ সময় তার বাসা থেকে জব্দ হওয়া আলামত ও ডিভাইসগুলো যাচাই-বাছাই করে দেখেন তারা। হেলেনার বাসা এবং তার অফিস থেকে পাওয়া ডিভাইসগুলো সিআইডির ফরেনসিক বিভাগের ল্যাবে পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হচ্ছে। এদিকে পরীমণিকে তার বাসায় থাকা দামি দামি বিপুল পরিমাণ মদের উৎস সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

সিআইডির তদন্ত-সংশ্লিষ্টরা জানিয়েছেন, পরীমণিকে কে বা কারা মাদক সরবরাহ করতেন তাদের কয়েকজনের নাম তার কাছ থেকে পাওয়া গেছে। আসলেই তারা পরীমণিকে মদ সরবরাহ করতেন কি না এবং যারা সরবরাহ করতেন তাদের মাদক সরবরাহের অনুমোদন আছে কি না এসব বিষয় যাচাই-বাছাই করে দেখা হচ্ছে। বুধবার সন্ধ্যায় কথিত মডেল পিয়াসা, ব্যবসায়ী হেলেনা জাহাঙ্গীর ও মিশু হাসানসহ নয়জনের আরও ছয়টি মামলার তদন্তভার সিআইডির কাছে হস্তান্তর করেছে পুলিশ সদর দফতর। রাতেই হেলেনা জাহাঙ্গীরকে সংস্থাটির কাছে হস্তান্তর করে থানা পুলিশ। গতকাল রাতে মিশু হাসান এবং জিসানকেও হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে। সিআইডি সূত্র জানিয়েছে, এসব আসামিকে জিজ্ঞাসাবাদে একাধিক সদস্য নিয়ে কয়েকটি কমিটি গঠন করা হয়েছে। একক কোনো তদন্ত কর্মকর্তা তাদের জিজ্ঞাসাবাদ করছে না। চিত্রনায়িকা পরীমণি, ব্যবসায়ী হেলেনা জাহাঙ্গীর, নজরুল ইসলাম রাজ, ফারিয়া মাহবুব পিয়াসা, মরিয়ম আক্তার মৌ, মিশু হাসান ও তার ভাই সালেহ চৌধুরী ওরফে কার্লোসসহ সাতজনের ব্যাংক হিসাবের তথ্য বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) মাধ্যমে গতকাল সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিটে এসেছে। এসব তথ্য খতিয়ে দেখছেন তদন্ত-সংশ্লিষ্টরা। এর আগে বুধবার জিজ্ঞাসাবাদ শেষে ফারিয়া মাহবুব পিয়াসা, চিত্রনায়িকা পরীমণির কস্টিউম ডিজাইনার জুনায়েদ করিম জিমি ও কবিরকে কারাগারে পাঠানো হয়েছে। এ ছাড়া সিআইডির কাছে হস্তান্তর করা নতুন ছয় মামলার তদন্ত কর্মকর্তা নিযুক্ত করেছেন সংশ্লিষ্ট ইউনিটের বিশেষ পুলিশ সুপাররা। এসব মামলার মধ্যে আছে- ৩০ জুলাই গুলশান থানায় হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলা, ৫ আগস্ট মাসুদুল ইসলাম ওরফে জিসান ও পিয়াসার বিরুদ্ধে খিলক্ষেত থানায় মাদকদ্রব্য আইনে করা মামলা, একই দিন নজরুল ইসলাম রাজ ও সবুজ আলীর বিরুদ্ধে বনানী থানায় পর্নোগ্রাফি আইনে করা মামলা, ৪ আগস্ট ভাটারা থানায় জিসানের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা এবং শরফুল হাসান ওরফে মিশু হাসানের বিরুদ্ধে একই থানায় অস্ত্র আইনে করা মামলা। এ ছাড়া রয়েছে একই দিন মিশু হাসান ও জিসানের বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে করা পৃথক মামলা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর