শনিবার, ১৪ আগস্ট, ২০২১ ০০:০০ টা

শোক দিবসে শিল্পকলার ভার্চুয়াল আয়োজন

সাংস্কৃতিক প্রতিবেদক

শোক দিবসে শিল্পকলার ভার্চুয়াল আয়োজন

বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শিল্পকলা একাডেমিতে চলছে ‘অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় শিল্প নিয়ে পৌঁছে যাব আমরা উন্নতির শিখরে’ শিরোনামে মাসব্যাপী অনলাইন অনুষ্ঠানমালা। আলোচনা, যন্ত্রসংগীত, কণ্ঠসংগীত, আবৃত্তিসহ নানা আয়োজনে সাজানো ছিল গতকালের আসর।

বংশীবাদক কামরুল আহমেদ বাঁশিতে শোকের করুণ সুর তুলে এদিনের অনলাইন আয়োজনের উদ্বোধন করেন। এরপর শুরু হয় আলোচনা পর্ব। এ পর্বে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। অনুষ্ঠানে বঙ্গবন্ধুর জীবনের নানা দিক নিয়ে আলোচনা করেন চট্টগ্রামের নাট্যজন আহমেদ ইকবাল হায়দার, একাত্তর টিভির প্রধান সম্পাদক মোজাম্মেল বাবু, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির নির্বাহী সভাপতি শাহরিয়ার কবির। শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে স্বাগত বক্তৃতা করেন সংস্কৃতি মন্ত্রণালয়ের যুগ্মসচিব ফাহিমুল ইসলাম।

আলোচনা-পরবর্তী সাংস্কৃতিক আয়োজনে সংগীত পরিবেশন করেন খায়রুল আনাম শাকিল, আলম আরা মিনু, মাইনুল আহসান, মৌটুসী, রুপা ফরহাদ, কলকাতার শিল্পী মনিরা ইসলাম পাপ্পু, সেলিম চৌধুরী, লুইপা, মো. মুরাদ হোসেন, মেহরাব, আশা খন্দকার প্রমুখ। শিশু শিল্পী পর্বে সংগীত পরিবেশন করে নাজিবা ইসলাম ফিহা। এ আসরে  খায়রুল আনাম শাকিল পরিবেশন করেন ‘দেশটাকে ভালোবেসে মানুষের কাছে এসে’, আলম আরা মিনু গেয়ে শোনান ‘আজি হতে শতবর্ষ আগে সবুজ শ্যামল টুঙ্গিপাড়ায় জন্মেছিলে তুমি’, মাইনুল আহসান পরিবেশন করেন ‘যে দেশে রয়েছে পদ্মা মেঘনা, এ দেশেরই মাটি আমার সাতটি রাজার ধন’, সেলিম চৌধুরী শোনান ‘হাজার বছর পরে আবার এসেছে ফিরে’ ইত্যাদি।

এতে কবি মহাদেব সাহার ‘আমি কি বলতে পেরেছিলাম’ আবৃত্তি করেন মজুমদার বিপ্লব আর টোকন ঠাকুরের ‘মহাকাব্যের ট্র্যাজেডি’ কবিতাটি আবৃত্তি করেন আহ্কামউল্লাহ।

৩১ আগস্ট শেষ হবে মাসব্যাপী এ অনলাইন অনুষ্ঠানমালা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর