রবিবার, ১৫ আগস্ট, ২০২১ ০০:০০ টা

স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ ব্ল্যাকমেলিংয়ের

নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে নিজের স্ত্রীর বিরুদ্ধে ব্ল্যাকমেলিংয়ের অভিযোগে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তানভীর কামাল তন্ময় নামে এক ব্যক্তি। গত ১১ আগস্ট আদাবর থানায় ব্ল্যাকমেলিং ছাড়াও প্রতারণাসহ বিভিন্ন অভিযোগ এনে জিডি করেন তিনি। 

এর আগে রামিসা তাবাস্সুম আলিনা  নামে এক নারী তানভীর কামাল তন্ময়কে স্বামী উল্লেখ করে তাকে নির্যাতনের অভিযোগ করেন। জিডিতে তন্ময় উল্লেখ করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয় থেকে চলতি বছরের মার্চে রামিসা তাবাস্?সুম আলিনার সঙ্গে আনুষ্ঠানিকভাবে তার বিয়ে হয়। কিন্তু বিয়ের পরে তিনি জানতে পারেন তার স্ত্রী আলিনা নিজেকে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী দাবি করলেও তিনি আসলে দশম শ্রেণি পর্যন্ত পড়ালেখা করেছেন। এছাড়া বিশিষ্ট একজন শিল্পপতিকে নিজের মামা পরিচয় দেওয়া, বিয়ের সময় মিথ্যা বাবা-মা সাজিয়ে উপস্থাপন করা, উচ্ছৃঙ্খল জীবনযাপন, একাধিক ভিন্ন ভিন্ন নামে পাসপোর্ট-জন্মসনদ ব্যবহার করে নানাভাবে প্রতারণা করেছেন। এতে আলিনার ব্যাংক অ্যাকাউন্টে অস্বাভাবিক আর্থিক লেনদেন, বিভিন্ন সময়ে তাকে হত্যাচেষ্টা, হুমকিসহ নানা অভিযোগও রয়েছে। গতকাল আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুজ্জামান জানান, ওই ধরনের একটা জিডি হয়েছে বলে তিনি জেনেছেন। এ বিষয়ে আদাবর থানার এসআই ও জিডির তদন্ত কর্মকর্তা মতিউর রহমান জানান, ব্ল্যাকমেইলিং, প্রতারণা ও ব্যাংকে অস্বাভাবিক লেনদেনের অভিযোগের বিষয়গুলো তারা যাচাই-বাছাই করে দেখছেন। অভিযোগ প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেবেন।

সর্বশেষ খবর