সোমবার, ১৬ আগস্ট, ২০২১ ০০:০০ টা

শরতের প্রথম দিন আজ

মোস্তফা মতিহার

শরতের প্রথম দিন আজ

আজ পয়লা ভাদ্র, সৌন্দর্যের ঋতু শরতের প্রথম দিন। শরৎ শুভ্রতার প্রতীক। সাদা কাশফুল, শিউলি, স্নিগ্ধ জ্যোৎস্না, আলোছায়ার খেলা মিলেই এ ঋতু। এই ঋতুতেই প্রকৃতি সাজে নতুনরূপে। কাশফুলের শুভ্রতার পাশাপাশি শেফালি, মালতি, কামিনী, জুঁই, টগর মাথা উঁচিয়ে জানান দেয় রূপসী বাংলার অবারিত সৌন্দর্যের কথা।

গল্প, কবিতা, উপন্যাসের পৃষ্ঠায় কবি-সাহিত্যিকরা শরৎকে নিজেদের সৃজনের খোরাক হিসেবে তুলে ধরেছেন। শরতের স্নিগ্ধ সৌন্দর্য নিয়ে কবিতায় লেখা হয়েছে, ‘শরতে আজ কোন? অতিথি/ এল প্রাণের দ্বারে/ আনন্দগান গা রে হৃদয়/ আনন্দগান গা রে/ নীল আকাশের নীরব কথা/ শিশির-ভেজা ব্যাকুলতা/ বেজে উঠুক আজি তোমার/ বীণার তারে তারে।’ তবে ব্যস্ত যান্ত্রিক নগরীর বাসিন্দারা শারদীয় এ সৌন্দর্য থেকে অনেকটাই বঞ্চিত।

অতীতে শরৎ বরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ ও ধানমন্ডির রবীন্দ্র সরোবরসহ সাংস্কৃতিক এলাকাগুলোতে সংস্কৃতিকর্মীরা আনন্দযজ্ঞে মেতে উঠলেও, এবার করোনা পরিস্থিতির কারণে গতবারের মতো জনসমাগম করে কোনো আয়োজন থাকছে না। সংশ্লিষ্টরা জানান, সংক্রমণ কমার পর সুবিধাজনক সময়ে শরৎ বরণ করবে বিভিন্ন সমাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর