সোমবার, ১৬ আগস্ট, ২০২১ ০০:০০ টা

করোনায় মৃত্যু ১০ ট্রাক অস্ত্র মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবদুর রহিমের

নিজস্ব প্রতিবেদক

করোনায় মৃত্যু ১০ ট্রাক অস্ত্র মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবদুর রহিমের

১০ ট্রাক অস্ত্র মামলার মৃত্যুদন্ড প্রাপ্ত আসামি ও এনএসআইয়ের সাবেক মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুর রহিম আর বেঁচে নেই। গতকাল ১৫ আগস্ট সকাল ৮টা ১৪ মিনিটে মারা গেছেন তিনি।

করোনা পজিটিভ হওয়ায় কয়েকদিন আগে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালের ৫ নম্বর ওয়ার্ডে করোনা ইউনিটে ভর্তি করা হয় ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুর রহিমকে। পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে আইসিইউতে স্থানান্তর করে হাসপাতাল কর্তৃপক্ষ। তার লাশ রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

২০১৪ সালের ৩০ জানুয়ারি চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালত এবং বিশেষ ট্রাইব্যুনাল-১ এ ১০ ট্রাক অস্ত্র মামলার রায় ঘোষণা করা হয়। এ মামলায় বিএনপি নেতা সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুর রহিমসহ ১৪ জনকে মৃত্যুদন্ড দেয় আদালত। মামলাটি বর্তমানে উচ্চ আদালতে বিচারাধীন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর