মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১ ০০:০০ টা
অষ্টম কলাম

সুন্দরবনের ৯ হরিণ শিকারির আত্মসমর্পণ

বাগেরহাট প্রতিনিধি

আর কখনো হরিণ শিকার করবেন না মর্মে কোরআন ছুঁয়ে শপথ নিয়ে আত্মসমর্পণ করেছেন বাগেরহাটের নয়জন শিকারি। সুন্দরবনে কখনো হরিণ শিকারে জড়িত হবেন না মর্মে ৩০০ টাকার স্ট্যাম্পে স্বাক্ষরও করেছেন। গতকাল সকালে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ে শিকারের ছয় বস্তা ফাঁদসহ তারা আত্মসমর্পণ করেন। আত্মসমর্পণকারীরা হলেন সাজ্জাক ব্যাপারি (২৫), এমদাদুল সরদার (২৮), মহিদুল শেখ (৩০), রেজাউল শেখ (৩৫), জাহাঙ্গীর মোল্লা (৩০), বাচ্চু মৌছাল্লি (৩৫), আতাউর খান (৩৫), রুবেল শেখ (২৮) ও ফরিদ জোমাদ্দার (৩৮)। তাদের বাড়ি মোংলা উপজেলার সুন্দরবনসংলগ্ন সুন্দরবন ও চিলা ইউনিয়নে। আত্মসমর্পণের সময় সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের স্টেশন কর্মকর্তা মো. ওবায়দুর রহমান, রেঞ্জের সহব্যবস্থাপনা সংগঠন সিএমসির বর্তমান আহ্‌বায়ক ও চিলা ইউপির সাবেক চেয়ারম্যান শেখ শফিকুল ইসলাম রাসেল, ইউপি সদস্য অলিয়ার রহমান সরদারসহ বনরক্ষীরা উপস্থিত ছিলেন। চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এনামুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, বন বিভাগ তাদের স্বাভাবিক জীবনে ফিরে আসার বিষয়টি বিবেচনায় নিয়ে তাদের ছেড়ে দেয়। এ ছাড়া এদিন দুপুরে আত্মসমর্পণ করার সময় জমা দেওয়া ছয় বস্তা ফাঁদ পুড়িয়ে ফেলা হয়েছে। প্রায় তিন মাস আগেও সুন্দরবনসংলগ্ন উপকূলীয় এলাকার ১৮ হরিণ শিকারি বন বিভাগের কাছে আত্মসমর্পণ করেন।

সর্বশেষ খবর