বুধবার, ১৮ আগস্ট, ২০২১ ০০:০০ টা

যশোর জেলা বিএনপি কার্যালয়ে ছাত্রলীগের হামলা ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোর জেলা বিএনপি কার্যালয়ে হামলা করে ব্যাপক ভাঙচুর ও দলটির সাবেক সহ-সভাপতি ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য গোলাম রেজা দুলুকে ছুরি মেরেছে দুর্বৃত্তরা। তাকে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এই হামলার জন্য ছাত্রলীগকে দায়ী করেছেন বিএনপি নেতারা।

গতকাল দুপুর ১২টার দিকে যশোর শহরের লালদীঘির পশ্চিমপাড়ে বিএনপির জেলা কার্যালয়ে এ হামলার ঘটনা ঘটে। বিএনপি নেতারা অভিযোগ করছেন, জয় বাংলা শ্লোগান দিয়ে ছাত্রলীগের ৫০/৬০ জনের একটি দল কার্যালয়ে ঢুকে তাদের ওপর হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। এ সময় তারা দলের সিনিয়র নেতা গোলাম রেজা দুলুর উরুতে ছুরি মেরে চলে যায়। দলের আরেক নেতা দেলোয়ার হোসেন খোকনের বুকে লাথি মারে তারা। বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) ঘটনাস্থল থেকে জানান, দলের চেয়ারপারসনের সুস্থতা কামনায় ছাত্রদলের বিভিন্ন ইউনিটের পক্ষ থেকে জেলা কার্যালয়ে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছিল। কার্যালয়ের এক পাশে করোনা সাপোর্ট সেন্টার হিসেবে ব্যবহৃত হচ্ছে। এসবের মধ্যে ছাত্রলীগের নেতা-কর্মীরা হামলা চালিয়ে অফিসের কমপিউটার, টেলিভিশন, চেয়ারটেবিল, অফিসের সামনে থাকা ১০টি মোটরসাইকেল ও গাড়ি ভাঙচুর করে। দলের সিনিয়র নেতা গোলাম রেজা দুলুকে ছুরি মেরে গুরুতর আহত করে। তাদের মারপিটে আরও ১০ জন আহত হন। এ ব্যাপারে বক্তব্য জানতে জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি। যশোর কোতোয়ালি থানার ইন্সপেক্টর শেখ তাসমীম আলম বলেন, বিএনপি অফিসে দুই পক্ষের মারামারি হয়েছে। ঘটনার পর জেলা বিএনপির উদ্যোগে দুপুরে দলের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের করা হয়।

সর্বশেষ খবর