রবিবার, ২২ আগস্ট, ২০২১ ০০:০০ টা

রাজধানীতে আইস ইয়াবাসহ গ্রেফতার ১০ জন

নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে ভয়ংকর মাদক আইস ও ইয়াবা ট্যাবলেটসহ ধনীর ১০ দুলালকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের (ডিএনসি) ঢাকা মেট্রো উত্তর বিভাগ। গ্রেফতারকৃতরা হলো- রুবায়াত, রোহিত হোসেন, মাসুম হান্নান, আমানুল্লাহ, মোহাইমিনুল ইসলাম ইভান, মুসা উইল বাবর, সৈয়দা আনিকা জামান ওরফে অর্পিতা জামান, লায়লা আফরোজ প্রিয়া, তানজিম আলী শাহ এবং হাসিবুল ইসলাম। তাদের কাছ থেকে ৫০০ গ্রাম ক্রিস্টাল মেথ বা আইস এবং ৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। গত শুক্রবার বিকাল থেকে গতকাল ভোর পর্যন্ত বনানী, বারিধারা, বনশ্রী ও খিলগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আটটি মামলা করা হয়েছে। ডিএনসি বলছে, গ্রেফতারকৃতরা প্রথমে সবাই ছিল ইয়াবা ও আইসে আসক্ত। সেবনের পাশাপাশি তারা নিজেরাই জড়িয়ে পড়ে আইস কারবারে। তাদের কেউ গার্মেন্ট ব্যবসায়ী, কেউ বা একাধিক আবাসিক ও বাণিজ্যিক ভবনের মালিক, কেউ বা মালয়েশিয়া থেকে পড়াশোনা শেষ করে দেশে এসেছে। গতকাল দুপুরে রাজধানীর লাভ রোডে ডিএনসি ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সংস্থার অতিরিক্ত মহাপরিচালক মো. ফজলুর রহমান বলেন, গ্রেফতারকৃতরা মাদক ব্যবসার একটি বড় সিন্ডিকেট। আভিজাত এলাকায় তাদের বিচরণ। প্রত্যেকেই উচ্চবিত্ত শ্রেণির সন্তান অথবা ব্যবসায়ী। এক মাস আগে একটি মোবাইল নম্বর নিয়ে কাজ করতে গিয়ে এই সিন্ডিকেটের সন্ধান মেলে। তারা মিয়ানমার থেকে আইস ঢাকায় নিয়ে আসে। জব্দকৃত আইস দিয়ে এক লাখ পিস ইয়াবা ট্যাবলেট প্রস্তুত করা যেত। তিনি বলেন, গ্রেফতারদের সবাই সচ্ছল পরিবারের সন্তান। গ্রেফতার রোহিত হোসেন মালয়েশিয়া থেকে পড়াশোনা করেছে। মালয়েশিয়াতেই সে আইসে আসক্ত হয়। এরপর দেশে ফিরে এ মাদক কারবারে জড়ায়। উত্তরায় তার বাবার একটি বড় মার্কেট রয়েছে। গ্রেফতার প্রত্যেকেই মাদকসেবী। সেবন করতে করতে তারা আইস কারবারে জড়িয়ে পড়েছে। তাদের প্রত্যেকের আলাদা পেশা রয়েছে। সেসব পেশার আড়ালেই তারা আইসের কারবার করছিল। এদের মধ্যে দুজন নারীও রয়েছে।

সর্বশেষ খবর