রবিবার, ২২ আগস্ট, ২০২১ ০০:০০ টা
প্রকৃতি

করোনার বন্ধে বেড়েছে পশুপাখির সংখ্যা

বদলে গেছে বঙ্গবন্ধু সাফারি পার্ক

গাজীপুর প্রতিনিধি

করোনার বন্ধে বেড়েছে পশুপাখির সংখ্যা

গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক প্রায় পাঁচ মাস পর খুলে দেওয়া হয়েছে। শুক্রবার (২০ আগস্ট) সকাল থেকেই দর্শনার্থীরা পার্কে প্রবেশ করেছেন। দর্শনার্থী শূন্য হওয়ায় গত প্রায় পাঁচ মাসে পার্কে প্রাণীর সংখ্যা বেড়েছে। পার্কটি খুলে দেওয়ায় মানুষের মধ্যেও উৎফুল্ল পরিবেশ বিরাজ করতে দেখা গেছে। পার্কটি নতুন করে খুলে দেওয়ার প্রথম দিন শুক্রবার ও দ্বিতীয় দিন শনিবার যে সংখ্যায় দর্শনার্থী এসেছেন অন্যান্য সময়ে তা অনেক বেশি থাকে। ইজারাদাররা আশা করছেন কয়েক দিন পর জানাজানি হলে লকডাউনের আগে দর্শনার্থীদের যে ভিড় ছিল তা পরিলক্ষিত হবে। বদরুল, শহিদুলসহ একাধিক দর্শনার্থী অভিযোগ করে জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাঘেরবাজার থেকে সাফারি পার্কের যে সংযোগ সড়ক রয়েছে এটি চলাচলের জন্য একেবারেই অনুপযোগী। এ সড়কটি সংস্কার করা খুবই জরুরি। পার্ক সূত্রে জানা গেছে, শুক্রবার (২০ আগস্ট) থেকে পার্কটি উন্মুক্ত করে দেওয়া হয়েছে। পার্ক বন্ধ থাকাবস্থায় ব্যাপক পরিবর্তন হয়েছে। এখানে বন্য প্রাণীগুলোর প্রজনন অনেকটা বেড়েছে। ওয়াইল্ড বিস্টের ৬টা বাচ্চা হয়েছে। ৬টা জেব্রার বাচ্চা হয়েছে, এর সংখ্যা এখন ২৯। হরিণ বাচ্চা দিয়েছে ১৫টি। ময়ূরের বাচ্চা হয়েছে ৩৫টি। এসব প্রাণীর জন্ম খুব স্বাভাবিকভাবেই হয়েছে। যেহেতু এখানে কোনো কোলাহল ছিল না লোকজনের ডিস্টার্ব ছিল না। বর্তমানে এগুলো দর্শনার্থীদের জন্য বাড়তি একটি আকর্ষণ। গাছপালা লাতাপাতার মধ্যেও সবুজের সমারোহ প্রাকৃতিক পরিবেশে সবুজের এক নতুন সংযোজন ঘটিয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক তবিবুর রহমান জানান, সাফারি পার্কের প্রাকৃতিক পরিবেশেও বৈচিত্র্যতা এসেছে। এখানকার গাছগুলোতে অসংখ্য পাখি বাসা বেঁধেছে। পানকৌড়ি, তেলা ঘুঘুসহ অসংখ্য প্রজাতির ঘুঘু, বক প্রকৃতিতে পাখিতে ভরপুর। যে পাখিগুলো বাসা বেঁধেছে সেগুলো বাচ্চা দিয়েছে। সব মিলিয়ে পার্ক এখন পাখির রাজ্যে পরিণত হয়েছে। তিনি আরও জানান, পার্কে প্রবেশের জন্য মানতে হবে সরকারি সব স্বাস্থ্যবিধি। যথারীতি মঙ্গলবার সাপ্তাহিক ছুটির দিন পার্ক বন্ধ থাকবে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দর্শনার্থীরা পার্ক পরিদর্শন করতে পারবেন।

সাফারি পার্ক প্রকল্প পরিচালক ও উপ-প্রধান বন সংরক্ষক মো. জাহিদুল কবির বলেন, সরকারি নির্দেশনা মোতাবেক স্বাস্থ্যবিধি মেনে এবং ধারণ ক্ষমতার অর্ধেক দর্শনার্থীর জন্য সুযোগ রেখে গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক ও ভাওয়াল জাতীয় উদ্যানসহ বন বিভাগের সব বিনোদন কেন্দ্র শুক্রবার থেকে দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হলো। জানা গেছে, করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে চলতি বছরের ৩ এপ্রিল থেকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত পার্কটি বন্ধ ঘোষণা করেছিল কর্তৃপক্ষ। দীর্ঘদিন বন্ধ থাকার পর ২০ আগস্ট থেকে স্বাস্থ্যবিধি মেনে সাফারি পার্ক খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগেও করোনাভাইরাসের সংক্রমণ রোধে গত বছরের ২০ মার্চ থেকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত সাফারি পার্ক বন্ধ ঘোষণা করেছিল কর্তৃপক্ষ। প্রায় সাড়ে ৭ মাস বন্ধ থাকার পর গত বছরের ১ নভেম্বর সাফারি পার্ক খুলে দিয়েছিল কর্তৃপক্ষ।

সর্বশেষ খবর