সোমবার, ২৩ আগস্ট, ২০২১ ০০:০০ টা

গ্রেনেড হামলার ভয়াবহতার প্রদর্শনী

সাংস্কৃতিক প্রতিবেদক

গ্রেনেড হামলার ভয়াবহতার প্রদর্শনী

একুশে আগস্ট বাঙালির জীবনে একটি কলঙ্কিত অধ্যায়। ইতিহাসের ছেঁড়াখাতায় এক নোংরা গল্প। তৎকালীন বিরোধীদলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রীকে হত্যার উদ্দেশে ওই হামলা সংঘটিত হলেও ভাগ্যবশত বেঁচে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু ইতিহাসের নারকীয় ওই হামলায় মহিলা আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক আইভি রহমানসহ নিহত হন ২৪ জন নেতা-কর্মী। একুশে আগস্টের সেই ভয়াবহ বীভৎসতাকে তুলে ধরার লক্ষ্যে শিল্পকলা একাডেমিতে চলছে ‘আগস্ট রিপিটেড অ্যাটেম্পট’ শিরোনামে স্থাপনাশিল্পের তিন দিনের প্রদর্শনী। আজ সোমবার শেষ হবে এই প্রদর্শনী। গতকাল একাডেমির উন্মুক্ত প্রাঙ্গণের এই প্রদর্শনীতে ভিড় জমায় শিল্পানুরাগীরা। রাস্তায় ছোপ ছোপ রক্ত। ছড়ানো-ছিটানো অসংখ্য স্যান্ডেল ও জুতা। সারিবদ্ধভাবে সাজানো রক্তাক্ত ২৪টি লাশ। পাশেই জ্বলন্ত সাদা মাইক্রোবাস থেকে বের হওয়া ধোঁয়ায় আচ্ছন্ন শরতের বাতাস। গ্রেনেডের আঘাতে বিধ্বস্ত গাড়ির ভিতরে রক্তে রঞ্জিত কয়েকটি লাশ। অন্যপাশে গ্রেনেডের আঘাতে মাটিতে লুটিয়ে পড়া ক্ষতবিক্ষত মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইভি রহমান কাতরাচ্ছেন মৃত্যুযন্ত্রণায়। ১৭ বছর আগের সেই ভয়াবহতা শিল্পকর্মের মাধ্যমে এভাবেই তুলে ধরেছেন শিল্পীরা। গ্রেনেড হামলার তদন্ত ভিন্ন খাতে প্রবাহিত করার লক্ষ্যে তৎকালীন সরকারের নাটকীয় কৌশল জজ মিয়া নাটকটিও প্রতীকীভাবে উপস্থাপন করা হয় প্রদর্শনীস্থলে। আর এসব স্থাপনাশিল্প দেখতে এসে শিল্পকলার উন্মুক্ত প্রাঙ্গণে আগতরাও আবেগতাড়িত হয়ে অশ্রুসিক্ত হয়ে পড়েন। কেউ কেউ আবার আবেগতাড়িত হয়ে স্থাপনাশিল্পের সেই বীভৎস দৃশ্যকল্প মোবাইলের ক্যামেরায় বন্দী করেই ঘরে ফিরেছেন। প্রদর্শনীর শিল্পীরা হলেন- সুজন মাহাবুব, সাদিয়া বৃষ্টি, সবুজ, আমরিন প্রমি, রনি, অনুরাধা, সাগর, মংসেন, হুমায়রা নীড়, অনিক, বিশাল, মুন জেরীন, জোবায়ের ও অর্ণব।

সর্বশেষ খবর