সোমবার, ২৩ আগস্ট, ২০২১ ০০:০০ টা

করোনায় ভোট নিয়ে বিপাকে ইসি

আগামী মাসের শুরুতে সিলেটে উপনির্বাচন, আসতে পারে ইউপি-পৌরসভা নির্বাচনের সিদ্ধান্ত, অক্টোবর-নভেম্বরের মধ্যে সব ইউপি নির্বাচন করার চিন্তা

গোলাম রাব্বানী

করোনায় বিভিন্ন নির্বাচন অনুষ্ঠান নিয়ে অনেকটা বিপাকে পড়েছে নির্বাচন কমিশন। নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত নিয়েও করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির কারণে ভোট গ্রহণ বন্ধ করতে হচ্ছে। তবে গত কয়েক দিন করোনা সংক্রমণ কমতে থাকায় ভোট অনুষ্ঠানের বিষয়ে সিদ্ধান্ত নিতে আজ বৈঠকে বসছে নির্বাচন কমিশন। আজ বেলা সাড়ে ১১টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এই বৈঠক হওয়ার কথা রয়েছে। ইসির কর্মকর্তারা বলছেন, আগামী মাসের শুরুতে সিলেট-৩ আসনের স্থগিত নির্বাচন হতে পারে। এর পর সেপ্টেম্বর জুড়েই স্থানীয় সরকারের বিভিন্ন অনুষ্ঠানের চিন্তা করা হচ্ছে। এক্ষেত্রে  সেপ্টেম্বরে স্থগিত থাকা প্রথম ধাপের ইউপি, পৌরসভা নির্বাচন হবে। আর অক্টোবর-নভেম্বরে সব ইউপি নির্বাচন অনুষ্ঠানের চিন্তা করা হচ্ছে। তবে আজকের সব ভোটের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। ইসির কর্মকর্তারা বলছেন, জাতীয় সংসদের শূন্য আসনে উপ-নির্বাচন, প্রথম ধাপের স্থগিত ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে আলোচনা করতে আজ বৈঠকে বসছে নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সভাপতিত্বে এই বৈঠক আজ ২৩ আগস্ট বেলা সাড়ে ১১টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে অনুষ্ঠিত হবে। নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে সিলেট-৩ শূন্য আসনের নির্বাচন সেপ্টেম্বরের প্রথম দিকে করতেই হবে। এ ছাড়া স্থগিত থাকা ও মেয়াদোত্তীর্ণ নির্বাচনের বিষয়ে কমিশন সভায় আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। সভার আলোচ্য সূচির মধ্যে রয়েছে- সিলেট-৩ শূন্য আসনের স্থগিত নির্বাচন সম্পন্ন করা; কুমিল্লা-৭ শূন্য আসনের নির্বাচন; স্থগিত ৯টি পৌরসভার নির্বাচন সম্পন্ন করা; প্রথম ধাপের স্থগিতকৃত ১৬৭টি ইউপির নির্বাচন সম্পন্ন করা; ইউপির দ্বিতীয় ধাপের সাধারণ নির্বাচন অনুষ্ঠানের কার্যক্রম গ্রহণ; স্থানীয় সরকার প্রতিষ্ঠানের মেয়াদোত্তীর্ণ নির্বাচন এবং শূন্য পদে উপ-নির্বাচনের প্রস্তুতিমূলক কার্যক্রম গ্রহণ; ২০০৬ সালের ১ জানুয়ারি বা তার পূর্বে জন্মগ্রহণ করা বাংলাদেশি নাগরিকদের তথ্য সংগ্রহ করা এবং বিবিধ। ইসি সূত্র জানায়, করোনা পরিস্থিতি দেখে সভায় সিলেট-৩ আসনের ও প্রথম ধাপের স্থগিত হওয়া ইউপি ভোটের তারিখ নির্ধারণ করা হতে পারে। এক্ষেত্রে ৭ সেপ্টেম্বরের মধ্যে সিলেট- ৩ আসনে ভোট করবে নির্বাচন কমিশন। আর সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহের মধ্যে স্থগিত থাকা ইউপি ভোট আয়োজন করা হতে পারে। এ ছাড়া করোনা পরিস্থিতি কমতে থাকায় সেপ্টেম্বর-অক্টোবর ও নভেম্বরের মধ্যে সব ইউপি নির্বাচন শেষ করার চিন্তা করা হচ্ছে। প্রথম ধাপে ৩৭১টি ইউপিতে ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করলেও করোনার কারণে ১৬৭টি ইউপির ভোট স্থগিত করে ২০৪ ইউপিতে ভোট গ্রহণ করে নির্বাচন আয়োজনকারী সাংবিধানিক প্রতিষ্ঠানটি।

সর্বশেষ খবর