বুধবার, ২৫ আগস্ট, ২০২১ ০০:০০ টা
প্রযুক্তির অপব্যবহারে সর্বনাশ

জাতীয় সংগীত ব্যঙ্গ করে টিকটক ভিডিও, আটক ৫

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ায় টিকটক ভিডিও তৈরির নামে জাতীয় সংগীতের অবমাননা করায় পাঁচ যুবককে আটক করেছে সদর থানা পুলিশ। পাঁচজনই ছাত্র। পুলিশ কর্মকর্তারা বলছেন, এদের বিরুদ্ধে আপাতত তদন্ত চলছে। সোমবার রাতে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এদের আটক করা হয়। এরা হলো মে?হেদী হাসান অন্তর, নূর-ই-ইসলাম আ?লিফ, মিশকাত হোসেন, আ?লিফ আহ?মেদ সুজন, আ?রিফ আলী। বগুড়া সদরের বিভিন্ন এলাকার বাসিন্দা এরা।

পুলিশের অভিযোগ, এ পাঁচ যুবক বগুড়ার একটি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থাপিত শহীদ মিনারের সামনে দাঁড়িয়ে দেশের জাতীয় সংগীত বিকৃত ও ব্যঙ্গ করে টিকটক ভিডিও তৈরি                করে। পরে তা টিকটক অ্যাপের মাধ্যমে প্রকাশ করে। প্রকাশের পর ভিডিওটি পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স উইংয়ের নজরে এলে বগুড়া সদর থানায় জানানো হয়। তারা সোমবার রাতেই এদের আটক করে।

গতকাল সকালে পুলিশের ভেরিফায়েড ফেসবুক পেজে এআই?জি (মিডিয়া অ্যান্ড পাবলিক রি?লেশন্স) মো. সো?হেল রানা এ-সংক্রান্ত একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেন। সেখানে জাতীয় সংগীত বিকৃত ও ব্যঙ্গ করে টিকটক ভিডিও তৈরির অভিযোগে পাঁচ যুবককে আটকের কথা বলা হয়। বিকালে বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশনা অনুযায়ী এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তদন্ত চলছে।

সর্বশেষ খবর