শনিবার, ২৮ আগস্ট, ২০২১ ০০:০০ টা

দেশে টানা ৬২ দিন শতাধিক মৃত্যু

২৪ ঘণ্টায় শনাক্ত ৩ হাজার ৫২৫, মৃত্যু ১১৭

নিজস্ব প্রতিবেদক

দেশে টানা ৬২ দিন শতাধিক মৃত্যু

করোনাভাইরাস সংক্রমণে গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় আরও ১১৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে টানা ৬২ দিন শতাধিক মৃত্যু দেখল দেশ। এর মধ্যে জুলাই ও চলতি আগস্টের মোট ৩০ দিন দৈনিক ২ শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। এক দিনের ব্যবধানে গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার কমলেও বেশি মারা গেছেন ১৫ জন।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যানুযায়ী গত ২৪ ঘণ্টায় ২৭ হাজার ৫৭৮ জনের নমুনা পরীক্ষায় ৩ হাজার ৫২৫ জনের দেহে সংক্রমণ শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১২.৭৮ শতাংশ, যা ৯ জুনের পর সর্বনিম্ন। আগের দিনের চেয়ে শনাক্তের হার প্রায় ১ শতাংশ কমলেও বেড়েছে মৃত্যু। গতকাল পর্যন্ত দেশে মোট করোনা রোগী শনাক্ত হয়েছেন ১৪ লাখ ৮৬ হাজার ১৫৩ জন। এর মধ্যে মারা গেছেন ২৫ হাজার ৮৪৬ জন। সুস্থ হয়েছেন ১৪ লাখ ৪ হাজার ৩৭০ জন। গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৮ মার্চ প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। ওই বছর সর্বোচ্চ ৬৪ জনের মৃত্যুর খবর আসে ৩০ জুন। তবে পুরো বছরে কোনো দিন দৈনিক মৃত্যু শতক ছাড়ায়নি। জুলাইয়ে করোনার তান্ডব বাড়লেও আগস্টে সংক্রমণ ও মৃত্যু কমতে শুরু করে। চলতি বছরের এপ্রিলে এসে আবারও শুরু হয় করোনার তান্ডব। ১৬ এপ্রিল প্রথম শতাধিক মৃত্যুর খবর দেয় স্বাস্থ্য অধিদফতর। ওই মাসে পাঁচ দিন শতাধিক মৃত্যু ঘটে। তবে ২৬ এপ্রিল থেকে ২৪ জুন পর্যন্ত টানা ৬০ দিন দৈনিক মৃত্যুর সংখ্যা ১০০-এর নিচেই ছিল। ২৫ জুন আবার শতক ছাড়ায় মৃত্যু। ২৬ জুন মৃত্যু কিছুটা কমলেও ২৭ জুন থেকে গতকাল পর্যন্ত টানা ৬২ দিন শতাধিক মৃত্যুর খবর এসেছে। এর মধ্যে জুলাইয়ের ১৮ দিন ও চলতি আগস্টের ১২ দিন দৈনিক ২ শতাধিক মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদফতর। ১৩ আগস্ট দৈনিক মৃত্যু ২০০-এর নিচে নামলেও এখনো প্রতিদিন শতাধিক মানুষের মৃত্যু হচ্ছে করোনায়।

গত ২৪ ঘণ্টায় মৃত ১১৭ জনের মধ্যে ৫৬ জন পুরুষ, ৬১ জন নারী। গতকাল পর্যন্ত মোট মৃতের ৬৫ শতাংশ পুরুষ হলেও গত ২৪ ঘণ্টায় নারীর মৃত্যু বেড়েছে। মৃত ১১৭ জনের মধ্যে ১১০ জন হাসপাতালে ও সাতজন বাড়িতে মারা যান। সর্বোচ্চ ৪০ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এ ছাড়া ৩৭ জন চট্টগ্রাম, চারজন রাজশাহী, ১১ জন খুলনা, ছয়জন বরিশাল, ১০ জন সিলেট, পাঁচজন রংপুর ও চারজন ময়মনসিংহ বিভাগে মারা গেছেন। বয়স বিবেচনায় মৃতের মধ্যে ৬৮ জন ষাটোর্ধ্ব। এ ছাড়া ১৯ জন পঞ্চাশোর্ধ্ব, ১৬ জন চল্লিশোর্ধ্ব, নয়জন ত্রিশোর্ধ্ব, তিনজন বিশোর্ধ্ব, একজনের বয়স ১১ থেকে ২০ বছরের মধ্যে ও একজনের বয়স ১১ বছরের কম।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর